মানবাধিকার নিয়ে প্রেসিডেন্ট সি’র নির্বাচিত বক্তব্য শীর্ষক বইয়ের পাঠক সম্মেলন অনুষ্ঠিত
2021-12-29 15:55:01


ডিসেম্বর ২৯: গতকাল (মঙ্গলবার) মানবাধিকারের প্রতি সম্মান ও নিশ্চয়তা-বিষয়ক চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্বাচিত বক্তব্য শীর্ষক বইয়ের পাঠকদের একটি সভা বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।  


চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের কর্মকর্তা, মানবাধিকার বিশেষজ্ঞ এবং দেশি ও বিদেশি পাঠকগণ এতে মতবিনিময় করেন।   


সভায় সিপিসির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপপ্রধান চিয়াং চিয়ান কুও জানান, প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর  মানবাধিকার-বিষয়ক ভাষণে নতুন যুগে চীনের মানবাধিকার খাতের উন্নয়নে গুরুত্বপূর্ন দিক-নির্দেশনা এবং বিশ্বের মানবাধিকার উন্নয়নে চীনা মেধা ও পদ্ধতি প্রদান করেছেন। 


তিনি বলেন, মানবাধিকারের প্রতি সম্মান ও নিশ্চয়তা-বিষয়ক চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্বাচিত বক্তব্যের বইটির প্রকাশ হচ্ছে চীনের মানবাধিকার উন্নয়নে একটি বড় পদক্ষেপ, তা দেশে ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। 



বেইজিংয়ের ফু ওয়াই হাসপাতালের বাংলাদেশী বিশেষজ্ঞ চিকিত্সক ড. মিসবাহুল ফেরদৌস বলেন, চীন তার জনগণের কল্যাণকে সবার উপরে স্থান দিয়েছে। করোনা মহামারী দেখা দেয়ার পর থেকে চীনা রোগীদের সার্বিক চিকিতসা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, চীন অন্য দেশ ও অঞ্চলে চিকিত্সক পাঠিয়ে আসছে, যাতে পূর্ণভাবে চীনের মানবিক চেতনার প্রতিফলন হয়েছে। 


উল্লেখ্য, মানবাধিকারের প্রতি সম্মান ও নিশ্চয়তা-বিষয়ক চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্বাচিত বক্তব্যের বইটিতে ২০১৩ সালের ১৫ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্ট সি’র সংশ্লিষ্ট প্রতিবেদন, ভাষণ, অভিনন্দনবার্তা, ও দিক-নির্দেশনাসহ মোট ১৬০টি গুরুত্বপূর্ণ দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

(আকাশ/এনাম/রুবি)