ঐক্যবদ্ধ থেকে মহামারি ঠেকানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
2021-12-28 14:34:01


ডিসেম্বর ২৮: গতকাল (সোমবার) দ্বিতীয় আন্তর্জাতিক মহামারি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ভিডিও ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি নানা ধরনের মহামারি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

গুতেরেস বলেন, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া প্রমাণ করে যে একটি মহামারি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। মানুষের স্বাভাবিক জীবনযাপনকেও বিপর্যস্ত করে তুলতে পারে। আঞ্চলিক মহামারির সারা বিশ্বে ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তর্জাতিক সমাজ প্রস্তুত নয়।

 

গুতেরেস বলেন, মহামারি এখনো সকল দেশের জন্য স্পষ্ট ও বাস্তব বিপদ। করোনা মহামারির পর পরবর্তী স্বাস্থ্য সংকটের জন্য আন্তর্জাতিক সমাজের উচিত্ প্রস্তুতি নেয়া। (শিশির/এনাম/রুবি)