বুস্টার ডোজ হিসেবে সাইনোফার্ম টিকা প্রয়োগ করবে আমিরাত
2021-12-28 20:01:05


ডিসেম্বর ২৮: সংযুক্ত আরব আমিরাতের সরকারি সংবাদ সংস্থা জানায়, গতকাল (সোমবার) সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় চীনা সাইনোফার্ম টিকাকে বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের অনুমোদন দিয়েছে। 


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট গবেষণায় দেখা যায় যে এ টিকা বুস্টার ডোজ হিসেবে করোনাভাইরাসের নতুন প্রজাতির উপর কার্যকর।  


আগামি জানুয়ারি মাস থেকে বুস্টার ডোজ দেয়া শুরু করবে মন্ত্রণালয়। ফলে আমিরাতে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধ হবে বলে আশা করা হচ্ছে। 

(আকাশ/এনাম/রুবি)