২০২২ অর্থ বছরের প্রতিরক্ষা বিলে বাইডেনের স্বাক্ষর
2021-12-28 14:35:24


ডিসেম্বর  ২৮: গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন এদিন ২০২২ অর্থ বছরের প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করেছেন। বিলটি আগে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাস হয়।

 

বিল অনুযায়ী, ২০২২ অর্থ বছরে (১ অক্টোবর ২০২১-৩০ সেপ্টেম্বর ২০২২) মার্কিন প্রতিরক্ষা ব্যয় হবে ৭৬,৮২০ কোটি ডলার, তা গত অর্থ বছরের চেয়ে বেশি। এর মধ্যে ৭৪ হাজার কোটি ডলার সরাসরি জাতীয় প্রতিরক্ষা খাতে, ২,৭৮০ কোটি ডলার পারমাণবিক অস্ত্র খাতে, এবং ২৭.৮ কোটি ডলার জাতীয় প্রতিরক্ষা-সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় হবে।

 

বিলে আফগান যুদ্ধ ও তত্পরবর্তী সমস্যার তদন্ত ও মূল্যায়নে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে। (শিশির/এনাম/রুবি)