চীন থেকে লিথুয়ানিয়ার কূটনীতিকদের তাড়িয়ে দেয়ার খবর মিথ্যা: বেইজিং
2021-12-28 19:30:27


ডিসেম্বর ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীন থেকে লিথুয়ানিয়ার কূটনীতিকদের তাড়িয়ে দেয়ার খবর পুরোপুরি মিথ্যা।

 

তিনি বলেন, ভিয়েনা কূটনৈতিক সম্পর্ক চুক্তি অনুযায়ী, নিজ দেশে সব সংস্থার নিরাপত্তা ও আইনগত অধিকার প্রদান করছে চীন।

 

চাও লি চিয়ান বলেন, লিথুয়ানিয়া নিজের প্রতিশ্রুতি ভঙ্গে করে  ‘একচীন, এক তাইওয়ান’ নীতি তৈরি করেছে, এটি গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা নষ্ট করেছে।

 

তিনি বলেন, নিজের কেন্দ্রীয় স্বার্থ ও একচীন নীতি রক্ষায় চীন দুদেশের সম্পর্ককে এজেন্ট পর্যায়ে নামিয়ে এনেছে, তা যৌক্তিক ও ন্যায়সঙ্গত। এমতাবস্থায় চীন লিথুয়ানিয়ার কূটনীতিকদের পুনরায় পরিচয়পত্রের আবেদন করতে  বলেছে। এটি আন্তর্জাতিক আইন ও নিয়মের সঙ্গে সঙ্গিপূর্ণ।

 

চীনে তারা স্বাভাবিক জীবনযাপন ও দায়িত্ব পালন করতে পারবেন উল্লেখ করে চাও লি চিয়ান বলেন, চীনকে কিছুই না-জানিয়ে লিথুয়ানিয়ার সকল কূটনীতিকরা চলে গেছে, তারপর মিথ্যাচার করছে। এসবের তীব্র প্রতিবাদ জানায় চীন। (শিশির/এনাম/রুবি)