চীনা অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী
2021-12-28 20:04:50


ডিসেম্বর ২৮: সম্প্রতি চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও সিএমজিকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, দেশের অর্থনীতির স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যাওয়া নিশ্চিত করতে হবে। 


তিনি বলেন, ভোক্তা খাতের পুনরুদ্ধার প্রবণতা বজায় রাখতে হবে এবং বিদেশি বাণিজ্যও স্থিতিশীল করতে হবে। 


তিনি বলেন, ‘২০২২ সালের জন্য আমাদের পূর্ণ আত্নবিশ্বাস রয়েছে। কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলনের সংশ্লিষ্ট নির্দিষ্ট লক্ষ্য অনুসারে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে”। 


তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, সিপিসির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে, অর্থনীতির স্থিতিশীল উন্নয়নকে নিশ্চিত করতে পারব আমরা’। 

(আকাশ/এনাম/রুবি)