সিনচিয়াং বন্দর ও ইইউ’র মধ্যে বাণিজ্য বৃদ্ধি ৩০ শতাংশ
2021-12-27 18:16:11


ডিসেম্বর ২৭: উরুমুছি শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ১১ মাসে  সিনচিয়াং  বন্দর ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে রপ্তানি ও আমদানি বাণিজ্যের পরিমাণ ছিল ২৬১.৮২ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি।

 

এ সময়ে আমদানি হয়েছে ৬৩.৯১ বিলিয়ান ইউয়ান, এবং রপ্তানির পরিমাণ ছিল ১৯৭.৯১ বিলিয়ন ইউয়ান।

 

মহামারির প্রভাবে বিশ্বব্যাপী বাণিজ্য সঙ্কুচিত হয়েছে, তবে সিনচিয়াং বন্দর ও ইইউ’র মধ্যে বাণিজ্য দ্রুত বেড়েছে।

 

চীন-ইউরোপ রেল, ইলেক্ট্রনিক্স পণ্য বৃদ্ধি, এবং পরিষ্কার শক্তি সম্পর্কিত সরঞ্জাম এবং পণ্যের রপ্তানি এই বৃদ্ধি নিশ্চিত করেছে। (শিশির/এনাম/রুবি)