কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার
2021-12-27 21:04:38

ডিসেম্বর ২৭: বাংলাদেশের সৈকতনগরী কক্সবাজারে স্বামী ও সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মাদারিপুর থেকে আশিককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাবের একটি সূত্র। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হলো।

গত ২২ ডিসেম্বর স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামে একটি হোটেলে ওই নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণ করা হয়। অভিযোগ পেয়ে গভীর রাতে তাকে উদ্ধার করে র‌্যাবের একটি দল। ঘটনার পরের দিন ২৩ তারিখের দুপুরে গ্রেপ্তার করা হয় হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে।

রোববার দুপুরে টুরিস্ট পুলিশ জানায়, ওই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনজন হলেন রেজাউল করিম (২৫), মামুনুর রশীদ (২৮) এবং মেহেদী হাসান (২১)। 

চাঞ্চল্যকর ওই ধর্ষণের ঘটনায় ২২ ডিসেম্বর কক্সবাজার সদর থানায় চারজনের নাম উল্লেখ করে মোট সাত জনের বিরুদ্ধে মামলা করেন ওই নারীর স্বামী। মামলার আসামিরা হলেন আশিকুল ইসলাম, তার তিন সহযোগী আবদুল জব্বার ওরফে ইস্রাফিল হুদা ওরফে জয়, মেহেদী হাসান ওরফে বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন। বাকি তিন আসামি অজ্ঞাতনামা। 

চব্বিশ ডিসেম্বর কক্সবাজার সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে জবানবন্দি দেন ভুক্তভোগী ওই নারী। 

 রহমান/শান্তা