চীনা নভোচারীদের মহাকাশে পদচারণার গল্প
2021-12-26 18:48:33


ডিসেম্বর ২৬: গত ৭ নভেম্বর শেনচৌ-১৩-এর নভোচারীগণ প্রথম বারের মতো মহাকাশে তাঁদের ক্যাবিনের বাইরে গিয়ে পদচারণা করেছেন। তার মাধ্যমে নভোচারী ওয়াং ইয়া পিং মহাকাশে হাঁটা চীনের প্রথম নারী নভোচারীর গৌরব অর্জন করেছেন। 


সেদিন বিকাল সাড়ে ৪টায় নভোচারী চাই চি কাং এবং ওয়াং ইয়া পিং মহাকাশে পদচারণা শুরু করেন। নভোচারী ইয়ে কুয়াং ফু ক্যাবিনে থেকে তাঁদের কাজের সমন্বয় করেন। 


আর ৬টা ৫১ মিনিটে, নভোচারী চাই চি কাং সাফল্যের সাথে ক্যাবিনের দরজা খুলে বের হয়ে ১৩ বছর পর আবারো মহাকাশে হাঁটেন। 


বেইজিং সময় ৮টা ২৮ মিনিটে, নভোচারী ওয়াং ইয়া পিং সাফল্যের সাথে বাইরে গিয়ে চীনের প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে হাঁটেন। 

(আকাশ/এনাম/রুবি)