মার্কিন সাইবার আধিপত্যবাদ বিজ্ঞান কল্পকাহিনীর বাস্তব চিত্র: সিএমজি’র সম্পাদকীয়
2021-12-24 19:40:27

ডিসেম্বর ২৪: সিএমজি সম্পাদকীয় বলেছে মার্কিন সাইবার আধিপত্যবাদ বিজ্ঞান কল্পকাহিনীর বাস্তব চিত্র। বিশ্বে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং অন্যান্য দেশে চাপ প্রয়োগ করে সুবিধা নিতে মার্কিন ক্লিনটন প্রশাসন থেকে শুরু করে পরবর্তী চারটি প্রশাসন একই পথ অনুসরণ করেছে।

২০১১ সাল থেকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে তিনটি ‘নেটওয়ার্ক সিকিউরিটি স্ট্র্যাটেজি রিপোর্ট’ পাস করে; যা মার্কিন সাইবার নিরাপত্তা চিন্তাধারার বাস্তব প্রকাশ।

 

২০১০ সালে, মার্কিন সেনাবাহিনী একটি সাইবার কমান্ড প্রতিষ্ঠা করে এবং তারপর থেকে সাইবার যুদ্ধের জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেয়।

যুক্তরাষ্ট্র নিজের নিরাপত্তার অজুহাতে অন্য দেশের বিরুদ্ধে সাইবার অভিযান পরিচালনা করছে। তাদের তৈরি  ‘মনিটরিং সাম্রাজ্য’ বিশ্বকে অনিরাপদ করে তুলেছে। সিএমজি সম্পাদকীয় এসব মন্তব্য করেছে।

 

(ওয়াং হাইমান/তৌহিদ/স্বর্ণা)