যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘উইগুর বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ বিল’ সম্পর্কে এনপিসি’র বৈদেশিক কমিটি’র বিবৃতি প্রকাশ
2021-12-24 19:39:37


ডিসেম্বর ২৪: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘উইগুর বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ বিল’ সম্পর্কে আজ (শুক্রবার) চীনের জাতীয় গণ-কংগ্রেস এনপিসি’র বৈদেশিক কমিটি’র বিবৃতি প্রকাশিত হয়েছে।

 বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র চীনের কঠোর প্রতিবাদ উপেক্ষা করে তথাকথিত উইগুর বিল পাস করেছে। এটি পুরোপুরি মিথ্যাচার। এটি ‘মানবাধিকারের’ অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। এর তীব্র বিরোধিতা করে এনপিসি। চীনকে শক্তিশালী পাল্টা ব্যবস্থাও নিতে হবে।

 সিনচিয়াংয়ের বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনও বিদেশি রাষ্ট্র এতে হস্তক্ষেপ করতে পারে না। কিছু মার্কিন রাজনীতিবিদ সত্যকে উপেক্ষা করে তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রম’ ইস্যুকে সিনচিয়াংয়ের উদ্যোগ দমন করার অজুহাত হিসাবে ব্যবহার করেছে। এর উদ্দেশ্য সিনচিয়াং দিয়ে চীনকে নিয়ন্ত্রণ করা। এই অপচেষ্টা কখনই সফল হবে না।

(ওয়াং হাইমান/তৌহিদ/স্বর্ণা)