ইরান আন্তরিকতার সঙ্গে পরমাণু আলোচনায় অংশ নেবে
2021-12-24 11:21:02

ডিসেম্বর ২৪: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ইরান আন্তরিকতার সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত ইরানের সার্বিক পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেবে।

তিনি এদিন সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সপ্তম মার্কিন-ইরান পরমাণু চুক্তি পুনরায় বাস্তবায়নের’ আলোচনায় ঐক্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি বলেন, ইরানের মতে, আলোচনার অশংগ্রহণকারী ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির অবস্থান গঠনমূলক নয়, আলোচনায় সক্রিয় মনোভাবও দেখা যাচ্ছে না। তবে, ইইউ’র প্রতিনিধি সক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, ইরান আন্তরিকতা দিয়ে অব্যাহতভাবে আলোচনায় অংশ নেব। তবে, পশ্চিমা দেশ কোনো অগ্রগতি না করে, শুধু ইরানকে পদক্ষেপ নেওয়ার দাবি জানালে, ইরান তা মানবে না। পশ্চিমা দেশগুলোকে অবশ্যই ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)