অলিম্পিক গেমসের সময় কোভিড-১৯ রোগ হলে চিকিত্সা দেওয়া হবে
2021-12-23 19:44:05

ডিসেম্বর ২৩: আজ (বৃহস্পতিবার) সকালে রাষ্ট্রীয় পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে ‘বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস—২০২২ সংক্রান্ত মহামারী প্রতিরোধক ম্যানুয়াল’ শীর্ষক দ্বিতীয় সংস্করণের সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী গেমস চলাকালে নিয়ন্ত্রিত এলাকায় সংশ্লিষ্টরা প্রতিদিন কোভিড-১৯ পরীক্ষায় যোগ দেবেন। কারও পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে আইসোলেশনে থাকতে হবে ও চিকিত্সা দেওয়া হবে।

 বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির বিশেষ ভাইস চেয়ারম্যান ও সচিব হান চি রুং এ তথ্য দিয়েছেন। পাশাপাশি, রোগীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে, তাদের ওপরও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)