চীন সবুজ অলিম্পিক গেমস আয়োজন করবে
2021-12-23 13:49:21

ডিসেম্বর ২৩: সবুজ চিন্তাধারায় অলিম্পিক গেমস আয়োজন করবে চীন। এতে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের পুরো প্রক্রিয়া বোঝা যায়। চীন ক্রীড়া খাতের উন্নয়ন এবং প্রাকৃতিক সভ্যতা রক্ষার বিষয়টি সংযুক্ত করেছে। যাতে লোকজন একদিকে তুষার ও বরফ খেলার আকর্ষণ উপভোগ করতে পারে, অন্যদিকে প্রাকৃতিক সভ্যতা রক্ষা করতে পারে।

গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও হ্যপেই প্রদেশ সবুজায়ন জোরদার জোরদার করেছে। বেইজিংয়ে বনভূমির হার ৪৪ শতাংশ। পাহাড়ি এলাকায় বনের হার ৫৯ শতাংশ। হ্যপেই প্রদেশের চাং চিয়া খৌ শহরে বনের আয়তন ১৮ হাজার বর্গমিটার। যা আগের চেয়ে অনেক বেড়েছে।

মুখপাত্র আরো বলেন, বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সময় ১২টি স্টেডিয়ামে বিশ্বে প্রথমবারের মতো পুনর্ব্যবহার্য জ্বালানির বিদ্যুত্ ব্যবহার করা হবে; আবর্জনার শ্রেণীবিন্যাস করা হবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)