পাকিস্তানের নিরুম-জেলুম জলবিদ্যুত্ কেন্দ্র সম্পূর্ণ ও হস্তান্তর করা হয়েছে
2021-12-22 23:40:03

ডিসেম্বর ২২: চীনা প্রতিষ্ঠানের তৈরি পাকিস্তানের নিরুম-জেলুম জলবিদ্যুত্ কেন্দ্রের নির্মাণকাজ শেষ করে গতকাল (মঙ্গলবার) তা হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিরুম-জেলুম জলবিদ্যুত্ কেন্দ্র পাকিস্তানের কাশ্মিরে অবস্থিত। চীনের কেচৌবা গোষ্ঠী (সিজিজিসি)-এর উদ্যোগে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি)-এর সঙ্গে কেন্দ্রটি নির্মাণ করেছে। কেন্দ্রটির নির্মাণ ২০০৮ সালের জানুয়ারি থেকে শুরু হয়।

জানা গেছে, কেন্দ্রটির মোট ইনস্টলেশনের ক্ষমতা হল ৯.৬৯ লাখ কিলোওয়াট। প্রথম ইউনিটটি ২০১৮ সালের এপ্রিল মাসে বিদ্যুত্ উত্পাদনের জন্য পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে। ২০১৯ সালের মার্চ মাসে প্রকল্পের চারটি ইউনিট সফলভাবে পূর্ণ-লোড বিদ্যুত্ উত্পাদন করেছে। এই বছরের প্রথমার্ধ পর্যন্ত, কেন্দ্রটি ১৩.৩ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুত্ উত্পাদন করেছে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)