‘নারী পুরুষ সমতা আনতে প্রয়োজন সামাজিক সচেতনতা’
2021-12-22 23:41:03

ডিসেম্বর ২২: সমাজে নারী-পুরুষ সমতা আনার জন্য আইন থাকলেও সামাজিক সচেতনতা ছাড়া এর বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেইজড ভায়োলেন্স’শীষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি।

বক্তব্যে বাংলাদেশে নারী নির্যাতন দমনে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনসহ বিভিন্ন আইনের কথা তুলে ধরেন মন্ত্রী। শুধু আইন করে সব সমস্যার সমাধান হবে না জানিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।

শান্তা/ সাজিদ