v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
    ৬৫ বছর বয়স মানে একজন মানুষের বৃদ্ধ হওয়া। কিন্তু চীনের বৈদেশিক সম্প্রচার ব্রতের ক্ষেত্রে এর অর্থ প্রাণবন্ত যৌবন।
    ৬৫ বছর আগে একটি দুর্বল বেতার তরঙ্গ দিয়ে চীনের পবিত্র বিপ্লবী স্থান ইয়ান আন থেকে পৃথিবীর কাছে লাল চীনের কন্ঠ ছড়িয়ে পড়ে। তখন থেকে এই কন্ঠ আর কখনো মিলিয়ে যায় নি। ইয়ান আন সিন হুয়া বেতার", "পিকিং
বেতার" থেকে বর্তমান "চীন আন্তর্জাতিক বেতারের" মাধ্যমে অধিক থেকে অধিকতর সংখ্যায় শ্রোতাবন্ধুরা দিনে দিনে অনুরণনশীল আওয়াজের দ্বারা এই পরিবর্তনশীল চীন, এই উন্মুক্ত চীন, এই উন্নত চীনকে জেনেছেন,
ভালবেসেছেন।
    চলতি বছরের ৩ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিভিন্ন দেশের শ্রোতাদেরকে চীন আন্তর্জাতিক বেতারের ৬৫ বছরের উন্নয়নের প্রক্রিয়া আরো ভালোভাবে জানানোর জন্য সি আর আই জুন মাস থেকে বেতার এবং ওয়েবসাইটের মাধ্যমে "আমি আর চীন আন্তর্জাতিক বেতার" শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন সম্প্রচার করবে এবং এর ভিত্তিতে জ্ঞানযাচাই প্রতিযোগিতার আয়োজন করবে। আপনাদের অংশগ্রহণের জন্য আগে থেকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।
    আমাদের আগেকার জ্ঞানযাচাই প্রতিযোগিতার মতো এবারও প্রতিটি প্রতিবেদন থেকে দুটি প্রশ্ন করা হবে। এবারকার প্রতিযোগিতার শেষ সময় ২০০৬ সালের ১ অক্টোবর। আমরা শ্রোতাদের উত্তরপত্র থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী নির্বাচন করবো। শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী এই বছরের ডিসেম্বরে আমন্ত্রিত অতিথি হিসেবে পেইচিংয়ে এসে চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান অংশ নেবেন এবং বিনা খরচে চীনে সপ্তাহব্যাপী ভ্রমণ করবেন।
    প্রতিযোগিতায় আপনাদের সাফল্য কামনা করি।
--বাংলা বিভাগ, সি
আপনারা এ তিনটি পদ্ধতিতে প্রশ্নোত্তর পাঠাতে পারেন
১.ডাক ঠিকানা: BENGALISERVICE,CRI-11,CHINA RADIO INTERNATIONAL P.O.BOX 4216,BEIJING P.R. CHINA
২.ই-মেইল ঠিকানা: ben@cri.com.cn
৩.সরাসরি নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিন।
চীনের বৈদেশিক বেতারের প্রথম ঘোষক কে?
     
১৯৫০ সালের এপ্রিলে চীনের বৈদেশিক বেতারের প্রারম্ভিক ঘোষণা কি ছিলো?
     
পৃথিবীতে বর্তমানে চীন আন্তর্জাতিক বেতারের মোট কতটি প্রতিনিধি অফিস আছে?
     
চীন আন্তর্জাতিক বেতার এখন রোজ ক'টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে?
     
চীন আন্তর্জাতিক বেতার কোন্ দেশে তার প্রথম এফ এম বেতার খুলেছে?
     
চীন আন্তর্জাতিক বেতারের ওয়েবসাইটের নাম কি?
     
এখন বিদেশে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা সংঘ কতটি?
     
২০০৫ সালে চীন আন্তর্জাতিক বেতার শ্রোতাদের কাছ থেকে কতটি চিঠি পেয়েছে?
     
আপনার নাম
আপনার ই-মেইলের ঠিকানা
আপনার ঠিকানা