v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-27 11:15:37    
অভিনব ভবিষ্যত(ছবি)

cri

 চীন আন্তর্জাতিক বেতার হচ্ছে চীনের একমাত্র জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক বেতার। প্রতিষ্ঠার পর থেকে সি আর আই সর্বদাই বিশ্বের কাছে চীনকে জানানোর কর্তব্য পালন করে আসছে। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনার মতো অসংখ্য শ্রোতা আস্তে আস্তে চীনকে জেনেছেন, চীন আন্তর্জাতিক বেতারকে জেনেছেন। অতীতে শ্রোতাবন্ধুরা শর্ট ওয়েভে আমাদের অনুষ্ঠান শুনতেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই অবস্থার কিছু পরিবর্তন হয়েছে।

 ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারী হচ্ছে চীনের বৈদেশিক বেতার ইতিহাসের একটি স্মরণীয় দিন। এই দিনে চীন আন্তর্জাতিক বেতার কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রতিষ্ঠিত সি আর আই ৯১.৯ এফ এম বেতারের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।

 কেনিয়ার এফ এম বেতার হচ্ছে বিদেশে সি আর আই এর প্রথম এফ এম বেতার। সি আর আই এর মহাপরিচালক ওয়াং গেং নিয়েন প্রতিনিধি দল নিয়ে হাজার মাইল দূরের আফ্রিকায় গিয়ে এই ঐতিহাসিক ক্ষণ প্রত্যক্ষ করেছেন। কেনিয়া এফ এম বেতারের সম্প্রচার হচ্ছে চীনের কয়েক প্রজন্মের আন্তর্জাতিক সম্প্রচার কর্মীদের স্বপ্নের বাস্তবায়ন। ৬৫ বছরে যদিও সি আর আই এর বৈদেশিক বেতার অনুষ্ঠান প্রথম দিককার কয়েকটি ভাষা থেকে বর্তমান ৩৮টি বিদেশী ভাষা , চীনের ম্যান্ডারিন ভাষা আর চারটি আঞ্চলিক ভাষায় উন্নতি হয়েছে। তবু অনুষ্ঠানের প্রচার আর আওতা সবসময় সম্প্রচারের পদ্ধতি আর প্রযুক্তিগত শর্তের কারণে সীমাবদ্ধ হয়েছিলো। কেনিয়া এফ এম বেতারের প্রতিষ্ঠা সি আর আইয়ের অনুষ্ঠানকে শ্রোতাদের আরো কাছে পৌঁছে দিয়েছে, এটা হচ্ছে আমাদের স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন হওয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। মহাপরিচালক ওয়াং গেং নিয়েন জানিয়েছেন, পরবর্তী পাঁচ বছরে সি আর আই বহু পদ্ধতিতে , বহু উপায়ে স্থানীয় এফ এম বেতার প্রকল্প ত্বরান্বিত করার উপর জোর দেবে।

 তিনি বলেছেন, "পরবর্তী পাঁচ বছরে আমরা বিদেশে ১০০টি এফ এম এবং মিডিয়াম ওয়েভ বেতার প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছি, তাতে এশিয়া, আফ্রিকা, লাটিন আমেরিকা প্রভৃতি অঞ্চলের উন্নয়নমুখী দেশগুলো এবং উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর উপর আমাদের অনুষ্ঠান সম্প্রচারের ফলপ্রসূতা অনেকটা উন্নত হবে। এর সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের মান আরো উন্নত হবে এবং অনুষ্ঠানের স্থানীয় বৈশিষ্ট্য আর শ্রবণের মান আরো জোরালো হবে। "

 ঐতিহাসিক বেতার অনুষ্ঠান উন্নয়নের সঙ্গে সঙ্গে সি আর আই বিশ্বের তথ্য মাধ্যম উন্নয়নের দাবি মেটাতে সক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন রেডিও উন্নয়নের পথ অন্বেষণ করে। এখন আপনি মাউস ব্যবহার করে আমাদের ওয়েবসাইট --- সি আর আই অনলাইন ক্লিক করলেই যে কোন সময় আমাদের সর্বশেষ অনুষ্ঠান শুনতে পারে। তা ছাড়া, আপনি সি আর আই অনলাইনের বহু ভাষার ওয়েবসাইটে সংবাদ, খেলাধুলা, সমাজ প্রভৃতি পৃষ্ঠায় চীন সম্বন্ধে নানা তথ্য পাবেন।

 এখন "সি আর আই অনলাইনে" রোজ ২১০ ঘন্টার বেশি সময়ের অডিও অনুষ্ঠান প্রচারিত হয়। প্রত্যেক ভাষার অনুষ্ঠান ওয়েবসাইটে এক সপ্তাহব্যাপী বজায় থাকে। দৈনিক পেজভিউ এর পরিমাণ ৮০ লক্ষ । গত বছরের জুলাই মাস থেকে সি আর আই অনলাইন বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বহু ভাষার ইন্টারনেট বেতার --- ইনেট রেডিও খুলেছে, তাতে চীনের ম্যান্ডারিনভাষা, জার্মান, জাপানী প্রভৃতি ভাষার ইন্টারনেট অনুষ্ঠান প্রচারিত হয়। ইনেট রেডিও চালু হওয়ার পর তা ইন্টারনেট ব্যবহারকারীদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছে।

 সি আর আই এর উপ-মহা সম্পাদক , সি আর আই অনলাইন ওয়েবসাইটের সাধারণ সম্পাদক মিঃ মা ওয়েই কোং বলেছেন, "সি আর আই অনলাইন " এর ভবিষ্যত লক্ষ্য হচ্ছে প্রতিমূর্তি, ছবি, আওয়াজ, অক্ষর সব মিলিয়ে বহু তথ্য মাধ্যমের ইনেট রেডিও এর দিকে উন্নয়ন করা।

 তিনি বলেছেন, "আমরা বর্তমানে বহু ভাষা দিয়ে সম্প্রচারের প্রাধান্য এবং বৈশিষ্ট্য বজায় রাখার সঙ্গে সঙ্গে আরো কয়েক ক্ষেত্রে কাজ করবো। প্রথমত, দুরদর্শীযোগ্য ভবিষ্যতে আমরা ব্লোগ খুলবো। দ্বিতীয়ত, সময়োচিতভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করবো, যেমন, মোবাইল ফোন বেতার, মোবাইল ফোন টেলিভিশন ইত্যাদি ক্ষেত্রের কাজ শুরু হবে। তা ছাড়া আমরা ইন্টারনেটের মাধ্যমে শ্রোতাদেরকে চীনা ভাষা শাখাবো। "

 চীনের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বৈদেশিক আদান-প্রদানের অব্যাহত প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে অধিকতর সংখ্যায় চীনারা বিদেশে গিয়ে লেখাপড়া, পর্যটন এবং ব্যবসা করেন। চীনের একমাত্র জাতীয় পর্যায়ের বৈদেশিক বেতার হিসেবে সি আর আই চীনকে বিশ্বের কাছে পরিচিত করার দায়িত্বও বহন করে। এখন চীন আন্তর্জাতিক বেতারের "সি আর আই নিউস রেডিও", "ইজি এফ এম", "হিট এফ এম" আর "বিদেশী ভাষা শিক্ষাদান" প্রভৃতি অভ্যন্তরীণ বেতার অনুষ্ঠান পেইচিং , শাংহাই, কুয়াংচৌ প্রভৃতি বড় শহরে প্রচারিত হয়, চীনা শ্রোতাদের কাছে সর্বশেষ বিশ্ব সংবাদ, নানা তথ্য এবং পপ সংগীত সরবরাহ করে, তা শ্রোতাদের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

 তা ছাড়া, চীন আন্তর্জাতিক বেতার রোজ পাঁচ ঘন্টা বিশ্ব টেলিভিশন সংবাদ অনুষ্ঠান তৈরি করে, উপগ্রহের সাহায্যে চীনের তিন শতাধিক চ্যানেল পাঠায়। সি আর আই এর প্রকাশিত "বিশ্ব সংবাদ ম্যাগাজিন" দেশের পাঠকদের বিশ্ব সংবাদ দেয়, তার প্রধান প্রধান বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত আছে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ ইত্যাদি।

 ভবিষ্যতে চীন আন্তর্জাতিক বেতার নানা রকম সম্পদ সুবিন্যস্ত করে আরো বেশি এবং শ্রেষ্ঠ উন্নয়নের সুযোগ অন্বেষণ করবে। সি আর আই এর ভবিষ্যত উন্নয়নের লক্ষ্য প্রসঙ্গে মহাপরিচালক ওয়াং গেং নিয়েন বলেছেন, "চীন আন্তর্জাতিক বেতারের ভবিষ্যত্ উন্নয়নের লক্ষ্য হচ্ছে একক বেতার থেকে বেতার, অনলাইন রেডিও এবং মাল্টিমিটিয়া সম্প্রচার কেন্দ্রিক এক সার্বিক আধুনিক তথ্য মাধ্যমে পরিণত হওয়া আর বেতার, ইন্টারনেট এবং টেলিভিশন প্রভৃতি নানা উপায়ে বিদেশী শ্রোতাদেরকে চীনের তথ্য জানার আগ্রহ মেটানো। চীন আর বিশ্বের বিনিময়ের এক জানালা হিসেবে আমরা বিদেশী গ্রাহকদের ফলপ্রসূভাবে চীনকে জানতে সাহায্য করার সঙ্গে সঙ্গে চীনা জনগণকেও ভালোভাবে বিশ্বকে জানতে সাহায্য করবো।

 ওয়াং গেন নিয়েন আরো বলেছেন, ২০১০ সাল নাগাদ সি আর আই সাজসরঞ্জামের মান, অনুষ্ঠান উত্পাদনের সামর্থ্য , সম্প্রচারের ফ্রীকোয়েন্সীর পরিমাণ, অনুষ্ঠান প্রচারের সময়, আওতা, বিদেশে প্রতিনিধি অফিসের সংখ্যা প্রভৃতি ক্ষেত্রে বিশ্বের প্রধান আন্তর্জাতিক বেতারের আকার আর মানের কাছাকাছিতে পৌঁছুবে। হার্ডওয়্যারসাজসরঞ্জামের নির্মাণ এবং জনমতের উপর প্রভাব প্রভৃতি ক্ষেত্রে কিছু বড় দেশের বৈদেশিক সংস্থার সঙ্গে ব্যবধান কমাবে। এর ভিত্তিতে আরো কয়েক বছর প্রচেষ্টা চালানোর পর চীন আন্তর্জাতিক বেতার চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তির সঙ্গে সংগতিপূর্ণ এবং আন্তর্জাতিক প্রভাবিস্তারী এক সার্বিক আধুনিক আন্তর্জাতিক তথ্য মাধ্যমে পরিণত হবে।