Web bengali.cri.cn   
চীনের 'সিনমু' সিনেমা হলে আমরা একদিন
  2015-05-28 15:55:00  cri

লি: চেং থাও আবেগপূর্ণ বর্ণনার মাধ্যমে দু'ঘণ্টা ধরে চলচ্চিত্র বর্ণনা করতে থাকেন। অবশেষে সমাপনী সঙ্গীতের সঙ্গে সঙ্গে চেং থাওয়ের বর্ণনাও শেষ হয়। তিনি বলেন,

টু: 'সংক্ষেপে এই চলচ্চিত্রের সারসংকলন করি। এ চলচ্চিত্রটিতে প্রেমের গল্প আছে, আছে মমতার বন্ধন । চলচ্চিত্রের প্রধান চরিত্র মূক-বধির। দুই বোন একে অপরের জন্য অনেক উত্সর্গ করেন। তারা একে অপরকে সাহায্য করেন। মূক-বধিরদের প্রতি প্রধান পুরুষ চরিত্র হুয়াং থিয়েন খুওয়ের যত্ন ও আন্তরিকতাও অনেক মুগ্ধকর। আমি মনে করি, আমাদের পাশে এমন অনেক লোক আছেন, যারা কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো মূক-বধির। আমাদের উচিত তাদের সঙ্গে আত্মীয়দের মতো দৃষ্টিভঙ্গি নিয়ে আচরণ করা'।

লি: দু'ঘণ্টাব্যাপী টানা বর্ণনায় চেং থাও ভীষণ ঘামছেন। তিনি টেবিলে রাখা পানি পান করেন এবং কপালের ঘাম মুছে ফেলে বলেন,

টু: 'বর্ণনার সময় আমি অন্ধ মানুষদের প্রতিক্রিয়া দেখি। তারা চলচ্চিত্রটি পছন্দ করলে এবং এর প্রধান বিষয় বুঝতে পারলে আমি একটু বেশি বলি। আজ আমি খুব খুশি, কারণ আমি জানি, তারা এই চলচ্চিত্র বুঝতে পেরেছেন, তাই আমি একটু বেশি বলেছি। তবে আজকের এই চলচ্চিত্রের কাহিনী বর্ণনা করা একটু কঠিন। আমি একটু তৃষ্ণা বোধ করেছি। একটু আগে আমি অনেক বেশি পানি পান করেছি'।

লি: ১০ বছর আগে চেং থাও একজন স্বেচ্ছাসেবক হিসেবে সিনমু সিনেমা হলে কাজ শুরু করেন। তিনি বলেন, সমস্ত কাজের শুরুটা অনেক কঠিন। সর্বপ্রথম যখন তিনি চলচ্চিত্র বর্ণনা করার চেষ্টা করেন তখন তাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছে।

টু: 'বর্ণনা করার আগে আমাকে বেশ কয়েকবার চলচ্চিত্র দেখতে হয়। সর্বপ্রথম সবকিছু আমার জন্য ছিলো অপরিচিত। প্রচুর প্রস্তুতিমূলক কাজ করতে হয়েছে। এখন আমার কাছে চলচ্চিত্র বর্ণনা করা আগের চেয়ে একটু সহজ। এখন আমি দুই বা তিন বার একটি চলচ্চিত্র দেখি, তারপর বর্ণনা করতে পারি'।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040