Web bengali.cri.cn   
চীনের 'সিনমু' সিনেমা হলে আমরা একদিন
  2015-05-28 15:55:00  cri

টু: শিক্ষক লিউ তোং চিয়ে হলেন আজকের স্বেচ্ছাসেবক দলের নেতা। তার নেতৃত্বে তার স্কুলের শিক্ষার্থীরা সবসময় এমন ধরনের কাজে অংশ নেন। এমন ধরনের কাজ আয়োজন করা খুবই তাত্পর্যপূর্ণ। তিনি বলেন,

লি: 'প্রথমত এমন ধরনের কাজে অংশ নেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দৃষ্টি আরো বিশাল হবে। এমন ধরনের কাজের মাধ্যমে তারা বুঝতে পারবে, সমাজের জন্য কিছু কাজ করা উচিত্, যা তাদের ভবিষ্যতের উন্নয়নে খুব তাত্পর্যপূর্ণ। অন্য দিকে এমন ধরনের কাজের মাধ্যমে গোটা সমাজের জন্য তথ্যমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা যায়, ফলে অন্ধ মানুষদের কল্যাণে আরো বেশি সহায়তা পাওয়া যায়'।

টু: 'আমার নাম লিউ সি ইউয়েন। আমার বয়স এখন ৬৩ বছর। আমি একজন অবসরপ্রাপ্ত সাধারণ শ্রমিক। আমার বাসা এর কাছাকাছি। একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি বেশি সময় কাজ করি নি। মাত্র ২০ দিনের বেশি। আমি অবসর নিয়েছি, বাসায় আমার কোনো কাজ নেই। তাই আমি কিছু কাজ করতে চাই। এখন আমি গণকল্যাণমূলক কাজ করছি'।

লি: লিউ সি ইউয়েন জানান, সম্প্রতি তিনি তার চেয়ে দু'বছর বড় একজন বৃদ্ধকে সেবা করেন। তার দৈনন্দিন কাজ হলো সেই বৃদ্ধকে নিয়ে বাইরে অন্ধদের জন্য আয়োজিত নানা ধরনের কাজে অংশ নেওয়া এবং প্রতি শনিবার সকালে চলচ্চিত্র দেখার জন্য তাকে নিয়ে সিনমু সিনেমা হলে আসা। 'বলা যায়, এখন আমি সেই বয়স্ক ভাইয়ের চোখ'। দারুণ গৌরবের সঙ্গে লিউ সি ইউয়েন এভাবে বলেন।

টু: সকাল ৯টায় অন্ধ দর্শকদের জন্য 'হেয়ার মি' নামে একটি চলচ্চিত্র আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়। আজকে যিনি চলচ্চিত্র বর্ণনা করেন তার নাম চেং থাও।

লি: চলচ্চিত্রের সূচনা সঙ্গীতের সঙ্গে সঙ্গে চেং থাওয়ের বর্ণনা শুরু হয়।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040