Web bengali.cri.cn   
চীনের 'সিনমু' সিনেমা হলে আমরা একদিন
  2015-05-28 15:55:00  cri



লি: প্রিয় শ্রোতা, আজকের 'আলোছায়া' অনুষ্ঠানে আপনাদের নিয়ে একসাথে জানবো অন্ধ মানুষেরা কিভাবে চলচ্চিত্র উপভোগ করেন? জানবো সেই মহত ব্যক্তিদের কথা যারা এই কাজের সাথে যুক্ত রয়েছেন। আরো জানবো এই সিনেমা হলকে ঘিরে আমাদের হাজার রকমের প্রশ্নের উত্তর ।

টু: গত ১৬ মে সকাল ৭ টা ৪০ মিনিটে পেইচিং পাপাউশান সাবওয়ে থেকে আমি এবং লাবণ্য যাত্রা শুরু করি; উদ্দেশ্য 'সিনমু' সিনেমা হল। সাবওয়েতে বেশ কিছুদূর যাবার পর আমরা নেমে পড়লাম। সাবওয়ে থেকে বেড় হয়েই দেখি বাস স্ট্যান্ডে আমাদের আরেক সহকর্মী ওয়াং ছুই ইয়াং জিনিয়া আমাদের জন্য অপেক্ষা করছেন। যাইহোক আমরা বাসে উঠে পড়লাম। ওঠার একটু পরই আমরা পৌঁছলাম ছায়াঘেরা শান্ত একটি এলাকায়। ছায়াঘেরা শান্ত বলছি এ কারণে যে, দেখে মনে হলো পথচারীদের ছায়া দেবার জন্য ডালা-পালা ছড়িয়ে ক্লান্তিহীনভাব দাঁড়িয়ে আছে কিছু গাছ। এছাড়া রাস্তার দু'ধারে ছোট ছোট দোকান। হঠাত আমার সহকর্মীকে বলে উঠলাম, বাহ! এলাকাটি কত চমত্কার!

বাস থেকে নেমে কয়েক পা এগোতেই চোখে পড়লো স্কুলপড়ুয়া কয়েকজন শিক্ষার্থীকে যারা কিছু মানুষকে বাস স্ট্যান্ড থেকে রাস্তা ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছেন। একটু ভালো করে তাকিয়ে দেখি, এসব শিক্ষার্থীরা যাদেরকে সহায়তা করছেন তারা চোখে দেখতে পান না । তখন বুঝতে আর বাকী রইলো না, এরাই হচ্ছেন সিনেমা হলের সেই দর্শক। একটু হেঁটেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মানে 'সিনমু' সিনেমা হলে ।

সিনেমা হলটির দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখ পড়ল দেওয়ালের দিকে। সেখানে চীনা ভাষায় লেখা রয়েছে 'অন্ধদের জন্য চলচ্চিত্র বর্ণনা'।

লাল বড় বড় অক্ষরে এসব শব্দ লেখা। শব্দের পাশে বিভিন্ন মানুষের ছবি লাগানো এবং বিভিন্ন স্বাক্ষর। দেওয়ালটি একটু ছোট তবে সেখানে পুরনো সাদা বোর্ড ঝুলানো। বোর্ডে সাম্প্রতিক সময়ে যে চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে তার নাম এবং বর্ণনাকারীর নাম লেখা।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040