Web bengali.cri.cn   
চীনের 'সিনমু' সিনেমা হলে আমরা একদিন
  2015-05-28 15:55:00  cri

টু: 'গুলির আওয়াজ বেজে ওঠার সঙ্গে সঙ্গে সকল খেলোয়াড় পানিতে ঝাঁপিয়ে পড়েন। তারা শুশুক ও মাছের মতো দ্রুত গতিতে সাঁতার কেটে সামনে এগিয়ে চলেন'।

লি: দেখা যায়, চেং থাও চলচ্চিত্রের প্রতিটি দৃশ্য খুব সুন্দরভাবে সহজ ও সাবলীল ভাষায় অন্ধদের কাছে বর্ণনা করছেন। এসময় সিনেমা হল অনেক শান্ত, দর্শকরাও অনেক নীরব। দেখে মনে হয় তারা সবাই নি:শ্বাস চেপে ধরে মনোযোগ দিয়ে চলচ্চিত্র শুনছেন।

টু: মাঝেমাঝে তারা হাসিতে ফেটে পড়ছেন, মাঝেমাঝে তারা কষ্টে চোখের পানি ফেলছেন, মাঝেমাঝে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। অন্ধ মানুষের মুখের অভিব্যক্তির পরিবর্তন দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না, তারা আসলেই কান দিয়ে চলচ্চিত্র উপভোগ করা একদল অন্ধ মানুষ।

লি: আমার সহকর্মী টুটুল এই প্রথমবারের মতো অন্ধ মানুষদের চলচ্চিত্র উপভোগ করার দৃশ্য দেখেন। তিনি অনেক অনেক মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন।

টুটুল, এখানে কি তোমার অনুভূতি শ্রোতাদের কিছু শেয়ার করতে চাও?

টু: নিশ্চয়ই। আসলে আমার এ অনুভূতি আমি হয়তো ভাষার মাধ্যমে পুরোপুরি বর্ণনা করতে পারবো না। তবে যা দেখেছি তা সত্যিই এক চমত্কার অভিজ্ঞতা। ইচ্ছা থাকলে মানুষের কল্যাণে যে কত মহত কাজ করা যায় তা আমি আজ আবারও নিজ চোখে দেখলাম। এখন আমি জানি, কিভাবে অন্ধদের কাছে চলচ্চিত্র বর্ণনা করা হয়, এখন আমি জানি কিভাবে অন্ধদের জন্য সিনেমা হল নির্মাণ করা হয়। তাই যদি আমার কখনও সুযোগ হয় তাহলে আমিও বাংলাদেশে এ ধরনের কাজ শুরু করবো। এ কাজ নিয়ে আমি এখন স্বপ্ন দেখা শুরু করেছি। আশা করি আমার স্বপ্নও একদিন পূরণ হবে ।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040