

0512yinyue.mp3
|
হ্যাঁ। এমন পরিবেশে 'সুরের ধারায়' আজ আপনাদের শোনাবো চীনের বিখ্যাত সুরকার লিন হাইয়ের কয়েকটি শ্রুতিমধুর সুর।
সুরকার লিন হাই
বন্ধুরা, এখন আপনারা শুনছেন 'পিপা'র কথা' নামের একটি সুর। এ সুরটি আসলে 'এক অপরিচিত নারীর চিঠি' নামের একটি চলচ্চিত্রের প্রধান সুর।
'পিপা'র কথা' নামের এই সুরটি ২০০৩ সালে প্রকাশিত 'পিপা সিয়াং' নামে অ্যালবামের প্রধান সুর। সুরকার লিন হাই একবার তাঁর এক বন্ধুর সাথে দক্ষিণ চীনের একটি চা রেঁস্তোরায় গিয়ে স্থানীয় অপেরা 'পিংথান'শোনেন। চীনের ঐতিহ্যবাহী পিপা'র সুর লিন হাইকে মুগ্ধ করে। তখন থেকে তিনি পিপা নিয়ে বিশেষ সুর করতে চাইলেন। লিন হাই একজন সুরকার। তিনি কখনো পিপা বাজাননি। ফলে তিনি পিপা বাদক চিয়াং ইয়ানকে পিপা দিয়ে সব ধরনের সুর বাজানোর অনুরোধ করেন এবং তাঁর বাজানো সুর থেকে অনেক অনুপ্রেরণা পেলেন। তা ছাড়া তিনি সম্ভাব্য নানা পদ্ধতির মাধ্যমে পিপার বৈশিষ্ট্য প্রকাশের চেষ্টা করেন। যেমন তিনি পিপা সুরের মধ্যে পিয়ানো, গিটার, বাঁশি, আরহু, ঢাকসহ পশ্চিমা ও চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে মঙ্গোলীয়, তিব্বত ও আফ্রিকাসহ নানা জাতির সংগীতের উপাদান মিশিয়ে আমাদের অসাধারণ সব পিপা সুর উপহার দিয়েছেন। এখন অনেকে যখন 'পিপা'র কথা' নামের সুরগুলো শোনেন তখন স্মৃতিতে প্রথমেই ভেসে ওঠে লিন হাইয়ের নাম। এমন কি, অনেকেই মনে করেন, লিন হাই একজন বিখ্যাত পিপা বাদক। কিন্তু লিন হাই বলেন, 'আমি পিপা বাদক নই; আমার সংগীতকর্ম শুধু মাত্র পিপা'র কথাও নয়।' তিনি ঠিকই বলেছেন, তিনি পিপা বাদক নন, তিনি একজন শ্রেষ্ঠ সুরকার।
বন্ধুরা, এবার শুনুন লিন হাইয়ের আরেকটি সুর। এর নাম 'আনন্দ'। এ সুরটি অনেক ইন্টারনেট গেমে ব্যবহার করা হয়। কেউ কেউ বলেন, এ সুরটি শুনে মনে হয়, চোখের সামনে একটি চালাক ইদুরকে দেখা যাচ্ছে। সেই ইদুর নানা দিকে ছুটে খাদ্য সংগ্রহ করছে।
লিন হাইকে 'বাম হাত পশ্চিমা, ডান হাত প্রাচ্য' –এ ধরনের প্রতিভাবান সুরকার হিসেবে অভিহিত করা হয়। তিনি ২০ বছর বয়সে চীনের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক পিয়ানো প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁর সৃষ্ট পিয়ানো সংগীত গভীরভাবে মনস্পর্শী বলে তাঁকে চীনের ক্লাড দেবুসি বলা হয়।
বন্ধুরা, এবার শুনুন লিন হাইয়ের সৃষ্টি করা 'প্রেমের যৌবন' নামে একটি সুর। এই সুরটি 'আমার যৌবন আমি সিদ্ধান্ত নেবো' নামের একটি টেলিভিশন নাটকের সুর।

| ||||



