প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – বেইজিং থেকে প্রচার করছি সুরের ধারা আসর। আশা করি, আপনারা সবাই ভালো আছেন।
আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের ঐতিহ্যবাহী যাদ্যযন্ত্র গু চাং দিয়ে বাজানো কয়েকটি সুর শোনাবো।
0217yinyue.mp3
|
শরত্কালের দৃশ্য
প্রথমে শুনুন 'শরত্কালের দৃশ্যের সৌন্দর্য' নামে মিষ্টি একটি সুর।
বন্ধুরা, গু চাং হলো চীনের বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। এর সুর সুমধুর। এই সুর দিয়ে নানা দৃশ্য বর্ণনা করা যায়। গু চাং এর সুর শুনে মনে শান্তি ও আরাম লাগে।
পানিতে আবির্ভুত চাঁদ
এবার শুনুন 'স্বচ্ছ পানিতে আবির্ভুত চাঁদ' নামের শ্রুতিমধুর সুরটি। শুনে দেখুন গু চাংয়ের তালে আপনি পানির শব্দ বুঝতে পারেন কিনা?
গু চাংয়ের সুর অতি পরিষ্কার ও সুশ্রবণীয় বলে অনেক সময় তা দিয়ে প্রাচীন সুর অথবা বৌদ্ধ ধর্মীয় সুর বাজানো হয়। গু চাং দিয়ে পুরোপুরি অদ্ভূত এক সংগীত পরিবেশ সৃষ্টি করা সম্ভব।
বন্ধুরা, এবার শুনুন 'পানিতে পবিত্র পদ্মফুল' নামের সুরটি।
| ||||