পদ্মফুল
এ বছরের ১৯ ফেব্রুয়ারী চীনের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বসন্ত উত্সবের প্রথম দিন। এ দিন থেকে শুরু হচ্ছে নতুন বছরের বসন্তকাল। বসন্তকাল ধীরে ধীরে আমাদের জীবনে চলে আসছে। দিনটি খুবই আনন্দের। চীনারা বসন্ত উত্সবের মেলায়, পার্কে বা মার্কেটে যায়। সারা চীনজুগড় থাকে উদসবের ভাব। বসন্তকালকে স্বাগত জানানোর আনন্দময় আমেজ ছড়িয়ে থাকে চারদিকে। আমরা গু চাংয়ের সুরেও বসন্তের ইঙ্গিত পাই। শুনুন 'বসন্তের পদচিহ্ন' নামে সুরটি।
বসন্তকালের দৃশ্য
বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র গু চাং দিয়ে বাজানো কয়েকটি সুর শুনলেন। প্রতিটি দেশের কিছু নিজস্ব সংস্কৃতি আছে। সংস্কৃতির মধ্যে নানান সৌন্দর্য প্রতিফলিত হয়। আশা করি, আমরা এই অনুষ্ঠানে আপনাদের চীনের নানা রকম সাংস্কৃতিক সৌন্দর্য সম্পর্কে জানাতে সক্ষম হবো।
সবাইকে নতুন বছরের শুভচ্ছা। শুভ নববর্ষ। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু / মান্না)
| ||||