Web bengali.cri.cn   
তোমার জন্য অন্ধ প্রেম
  2015-01-20 19:10:21  cri


প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, সবাই ভালো আছেন; কল্যাণে আছেন। এবার শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন সংগীতানুষ্ঠান সুরের ধারা।

বন্ধুরা, আজ আপনাদের শোনাবো 'তোমার জন্য অন্ধ প্রেম' নামে অ্যালবামের কয়েকটি শ্রুতিমধুর সুর। ২০০৫ সালে এশিয়া ডিস্ক লিমিটেড কোম্পানি এ অ্যালবাম বাজারে আনে। এ অ্যালবামের সুরকার হলেন হুয়াং শি। আরহু বাদক হলেন চেন চিয়া খুন।

আরহু বাদক চেন চিয়া খুন

বন্ধুরা, এখন আপনারা 'তোমার জন্য অন্ধ প্রেম' নামের সুরটি শুনছেন। এ কোমল সুর দিয়ে এক রোমান্টিক ও প্রাণস্পর্শী প্রেমের কাহিনী সৃষ্টি করা হয়েছে।

সুরকার হুয়াং শি'র এক অপূর্ব নিজস্ব সংগীত শৈলী আছে। সেটা পপ সংগীতও নয় আবার ক্লাসিক্যাল সংগীতও নয়। এই সুরকে সরাসরি 'হুয়াং শি'র সংগীত' বলা হয়। তাঁর সুরের মধ্যে এক বিশেষ আবেগ থাকে। নিজের কাজের স্বীকৃতি হিসেবে হুয়াং শি অনেক পুরস্কার পেয়েছেন। যেমন, গোল্ডেন সেনসার পুরস্কার, হিউস্টন চলচ্চিত্র উত্সবের স্বর্ণ পদক এবং কলম্বিয়া চলচ্চিত্র উত্সবের রৌপ্য পদক প্রভৃতি।

বন্ধুরা, এবার শুনুন 'এক অপেক্ষারত জাহাজ' নামের সুকোমল সুরটি।

আমরা জানি, জীবনে মানুষকে অনেকবার নানা কারণে নানা কিছুর জন্য অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষা শেষ হতেও পারে; আবার নাও হতে পানে। কিন্তু তাই বলে জীবন তো আর থেমে থাকে না। জীবন চলতেই থাকে নিজ গতিতে চলতেই থাকে, কোন জায়গায় বা সময়ে থামতে পারে না। আমরা কেবল নিজেকে বলতে পারি, যে কাজ আমরা করি বা যে সিদ্ধান্ত নিই, ভবিষ্যতে তার জন্য অনুতাপ করবো না।

'তোমার জন্য অন্ধ প্রেম' হচ্ছে তাইওয়ানের বাজারে প্রথম ব্যক্তিগত হুছিন বাজানো অ্যালবাম। এ অ্যালবামের মূল বাদ্যযন্ত্র হচ্ছে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হুছিন। পাশাপাশি এর সাথে পিয়ানোও বাজানো হয়। নরম ও রোমান্টিক সুরের দোলায় চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি; পুরনো কথা। চোখের পাতায় জলও ঝরতে থাকে।

তোমার জন্য অন্ধ প্রেম নামে অ্যালবাম

বন্ধুরা, এবার শুনুন 'যদি তুমি কখনো না যেতে' নামের স্নিগ্ধ সুরটি।

চেন চিয়া খুন হচ্ছেন তাইওয়ানের একজন বিখ্যাত আরহু বাদক। তাঁর সৃস্টি সুরের সাথে চীনের ঐতিহ্যবাহী আরহু সুরের অনেক পার্থক্য। প্রতি বছর তিনি কিছু নতুন সুর সাজিয়ে সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। তাঁর সংগীতানুষ্ঠান সবসময় দর্শকে ভরে থাকে। চীনে তিনি হুছিনের রাজকুমার বলে সুপরিচিত।

বন্ধুরা, এবার শুনুন চেন চিয়া খুনের বাজানো 'মধ্য রাতে একাই নাচ করার তার' নামের সুর।

তুমি আমার সুরের মধ্যে বিশেষ এক শূন্য জায়গা।

যেন পাহাড়ের মধ্যে এক ছোট তুষার হ্রাদের মত

নিরবে আছে।

আমার মনের কথা হ্রাদের পানিতে প্রতিফলিত হয়।

বসন্তকাল না এলে,

শত ফুল না ফুটলে,

পুরনো কালের স্মৃতি আগের মতো পরিষ্কার না হলে,

সেই রোমান্টিক ফুলের গল্প

আমার মনের ভেতর চিরকাল থাকবে।

থাকবে তোমার স্নিগ্ধ হাসিময় মুখ।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন 'স্বপ্নের দোলনা' নামে একটি সুর।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা 'তোমার জন্য অন্ধ প্রেম' অ্যালবামের কয়েকটি সুর শুনলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হবো। আজ সুরের ধারা এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়ু / মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040