0506yinyue.m4a
|
বন্ধুরা, এখন আপনারা শুনছেন চীনের টুয়েলভ গার্লস ব্যান্ডের বাজানো সুর 'ঝর্ণা ধারা'। এটি হচ্ছে চীনের সবচেয়ে বিখ্যাত দশটি প্রাচীন সুরের মধ্যে অন্যতম। এখানে 'ঝর্ণা ধারা' দিয়ে অন্তরঙ্গ বন্ধুকে বুঝানো হয়।
২০০১ সালের জুনে 'টুয়েলভ গার্লস ব্যান্ড' দলটি গঠিত হয়। এ ব্যান্ড গঠনের মূল উদ্দেশ্য হলো চীনের জাতিগত সংস্কৃতির সম্প্রসারণ করা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ঢেলে সাজিয়ে তাতে নতুন প্রাণশক্তি যোগানো। চীনের কেন্দ্রীয় সঙ্গীত স্কুল, সঙ্গীত ইন্সটিটিউট, কেন্দ্রীয় জাতিগত বিশ্ববিদ্যালয় ও মুক্তি ফৌজ শিল্পকলা একাডেমিসহ দেশের নামি-দামি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ ব্যান্ডের সদস্য নির্বাচিত হয়। তাঁরা সবই চীনের নামকরা লোকসংগীত শিক্ষকের কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত। পাশাপাশি, জাতীয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাতেও পারদর্শী। তাঁরা প্রধানত গুচাং, ইয়াং ছিন, পিপা, এরহু, বাঁশি, হুলুসি, একতারা সহ চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজান।
বন্ধুরা, এবার শুনুন চীনের 'টুয়েলভ গার্লস ব্যান্ড'- এর বাজানো 'জ্যোৎস্নায় হেজ বাঁশ' শিরোনামের সুরটি। এটি হচ্ছে চীনের দাই জাতির এক বিখ্যাত সুর। সুর শুনে চোখের সামনে ভেসে উঠবে পাহাড়ের নিচ দিয়ে কুলকুল করে বয়ে যাওয়া নদীর পাশে- দাই জাতির একটি গ্রামের ছবি। চাঁদের নরম আলোয় ভেসে যাচ্ছে গ্রামটি। গ্রামের ঘরবাড়িগুলো যেনো বাঁশ বনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
২০০১ সালের ৫ অক্টোবর পেইচিং একবিংশ শতাব্দীর থিয়েটারে 'মোহিনীশক্তি' নামে প্রথম বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে 'টুয়েলভ গার্লস ব্যান্ড'। তখন থেকেই তারা সম্পূর্ণ নতুন ধরনের সঙ্গীত পদ্ধতি নিয়ে আত্মপ্রকাশ করে। এ ব্যান্ডের পরিচালক ওয়াং সিয়াও চিং আন্তর্জাতিক বাজারে সঙ্গীত দলটিকে পরিচয় করিয়ে দেন। এরপর, ২০০৩ সালের ৭ জানুয়ারি 'টুয়েলভ গার্লস ব্যান্ড' পেইচিং প্রদর্শনী থিয়েটারে সাফল্যের সঙ্গে তাদের দ্বিতীয় বিশেষ সঙ্গীতানুষ্ঠান- 'বিস্ময়' আয়োজন করে।
বন্ধুরা, এখন আপনারা শুনছেন, চীনের টুয়েলভ গার্লস ব্যান্ডের বাজানো সুর 'বিস্ময়'।
চীনের টুয়েলভ গার্লস ব্যান্ডের জাতিগত বাদ্যযন্ত্র আর আধুনিক পপ সঙ্গীতের নিখুঁত মিশ্রণ দর্শকদের মন ছুঁয়ে গেছে এবং দেশি-বিদেশি পেশাদার শিল্পীদের স্বীকৃতি পেয়েছে। তাদের সৃজনশীল পরিবেশনা আন্তর্জাতিক বাজারে চীনের ঐতিহ্যবাহী সুরের দুয়ার খুলে দিয়েছে। এছাড়া, বিশ্ব বিখ্যাত সুরগুলোও তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে তুলে ধরতে পারে 'টুয়েলভ গার্লস ব্যান্ড'।
বন্ধুরা, এবার টুয়েলভ গার্লস এর পরিবেশনায় শুনুন হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র টাইটানিক এর থিম সং- মাই হার্ট উইল গো অন।
বহু বছর ধরে চীনের 'টুয়েলভ গার্লস ব্যান্ড' চীনের ঐতিহ্যবাহী সঙ্গীতের ভিত্তিতে আধুনিক লোকসংগীত তৈরির চেষ্টা করে যাচ্ছে। তারা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে চীনের প্রাচীন সঙ্গীত, বিশ্বের বিভিন্ন জাতির ক্লাসিকাল ও নানা ধরনের সঙ্গীত পরিবেশন করেন। দশ বারো বছর অব্যাহত প্রচেষ্টার পর 'টুয়েলভ গার্লস ব্যান্ড' নিজেদের অদ্বিতীয় পরিবেশন পদ্ধতি দিয়ে নতুন সুর সৃষ্টি করেছে।
বন্ধুরা, এবার শুনুন বারো কন্যার বাজানো 'স্বপ্নে আমার জন্মভূমি' সুরটি।
চীনের 'টুয়েলভ গার্লস ব্যান্ড' তাদের তৈরি সুরগুলো দিয়ে এক বিস্ময় সৃষ্টি করেছে। এ ব্যান্ড দল চীনের লোকসঙ্গীত নিয়ে বিদেশী কোম্পানির সঙ্গে চুক্তি করে। ব্যান্ড দলটি দু'বার বিদেশী ক্যাটাগরিতে জাপানের 'গোল্ডেন ডিস্ক পুরস্কার' জয় করে। এ ব্যান্ডটি বিদেশের বাজারে টানা ৩২ সপ্তাহ ধরে তাদের মিউজিকাল সিডি বিক্রিতে চ্যাম্পিয়ন ছিলো। দলটি টানা ১১ সপ্তাহ ধরে মার্কিন ডিস্ক শিল্প সমিতির আন্তর্জাতিক ডিস্ক বিক্রির তালিয়ায় প্রথম স্থানে ছিল। এ ব্যান্ডটি চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় সংস্কৃতি তহবিলের অনুদানে গঠিত শিল্পী গোষ্ঠী। এ ব্যান্ড গ্র্যামি এ্যাওয়ার্ডের নবীন ক্যাটাগরিতেও শ্রেষ্ঠ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
বন্ধুরা, এখন আপনারা শুনছেন 'গোল্ডেন ডিস্ক পুরস্কার'- এর জন্য বাজানো 'ফুল ও কিশোর' শিরোনামের সুরটি।
'টুয়েলভ গার্লস ব্যান্ড' চীনের অন্যতম সাংস্কৃতিক ব্র্যান্ড হিসেবে দেশ ও জাতির জন্য বেশ কল্যাণমূলক কাজ করেছে এবং দেশের লোকসঙ্গীতের জন্য অনেক গৌরব অর্জন করেছে। তারা চীনের লোকসংগীতের উন্নয়নে বেশ কিছু সফলতাও অর্জন করেছে। ভবিষ্যতে আরো বেশি চমক সৃষ্টির জন্য তারা জোর প্রচেষ্টা চালাবে। এবার শুনুন এ ব্যান্ডের বাজানো সুর 'পদ্ম পুকুরে জ্যোত্স্না'।
চীনের টুয়েলভ গার্লস ব্যান্ডের এজেন্সি হচ্ছে পেইচিং শতাব্দী ডিস্ক সংস্কৃতি সম্প্রচার লিমিটেড। এ কোম্পানির প্রধান ব্যবস্থাপক ওয়াং সিয়াও চিং হচ্ছেন এ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ১৯৯৭ সাল থেকে ওয়াং সিয়াও চিং চীনের লোকসংগীতকে নতুন করে সাজিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করান। অনেক বছরের চিন্তাভাবনা ও বাস্তব অনুশীলনের পর সম্পূর্ণ নতুন এক পরিবেশন পদ্ধতির উদ্ভাবন করেন। তার ফলাফল হচ্ছে, বর্তমানের খুবই জনপ্রিয় 'টুয়েলভ গার্লস ব্যান্ড' দল।
বন্ধুরা, এখন আপনারা শুনবেন এ ব্যান্ডের বাজানো সুর 'বসন্তে পাহাড়ি গান'।
পেইচিং শতাব্দী ডিস্ক সংস্কৃতি সম্প্রসারণ লিমিটেড ও জাপানের প্লাটিয়া কোম্পানি যৌথভাবে টুয়েলভ গার্লস ব্যান্ডের নতুন বাজার উন্মুক্ত করার জন্য সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। কেবল চীন সঙ্গীতেই নয়, বরং প্রাচ্য সঙ্গীতেরও প্রতীক হয়ে সাফল্যের সঙ্গে উত্তর আমেরিকার প্রধান সঙ্গীত বাজারে প্রবেশের সুযোগ খুঁজছে টুয়েলভ গার্লস ব্যান্ড। তাদের এবারের লক্ষ্য গ্র্যামি এ্যাওয়ার্ড।
বন্ধুরা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শুনুন টুয়েলভ গার্লস ব্যান্ডের বাজানো আরেকটি সুর 'অর্ধচন্দ্রাকার হ্রদ'।
বন্ধুরা, সুরের ধারার আজকের আসর এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে চীনের লোকসঙ্গীত শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে।
(ইয়ু/তৌহিদ)