Web bengali.cri.cn   
ফুলের সুর
  2015-02-03 18:07:59  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে প্রচার করছি সুরের ধারা আসর। আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজকের এ অনুষ্ঠানে ফুল সম্পর্কিত কয়েকটি চমতকার সুর শোনাবো আপনাদের।

শীতাকালীন ফুল

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনবেন জানুয়ারী মাসের শীতাকালীন ফুল নিয়ে একটি চমতকার সুর 'মিষ্টি শীতের ফুল'। এই ফুলের চীনা নাম হচ্ছে মেই হুয়া। চীনে মেই হুয়া হচ্ছে আনন্দ, সুখ, দীর্ঘায়ু ও শান্তির প্রতীক। প্রাচীনকালে চীনের অনেক লেখক ও কবি মেই হুয়া নিয়ে বহু কবিতা লিখেছেন। চীনে শীতকালে কোনো ফুল ফোটে না। কেবল মেই হুয়া-ই এই সময়ে ফুটতে দেখা যায়। মেই হুয়াকে বসন্তকাল শুরু হওয়ার শুভ প্রতীক মনে করা হয়।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন চীনের বিখ্যাত সুরকার শি চি ইয়ো'র  অপূর্ব সৃষ্টি ফুল সম্পর্কিত অ্যালবামের সুর। শি চি ইয়ো চীনের কেন্দ্রীয় সংগীত ইন্টস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রী লাভ করেছেন। তিনি চীনের গীতিনাট্য ও নৃত্যনাট্য থিয়েটারের সুরকার ও পরিচালক। তা ছাড়া তিনি চীনের সুরকার সমিতির একজন অন্যতম সদস্য।

এ পর্যন্ত ব্যক্তিগতভাবে তার ২২টি কাজের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে 'তুষারের মধ্যে মেই হুয়া' আর 'ফুলের দেবী' নামে অ্যালবাম বহুবার ইউরোপের সংগীত তালিকায় শীর্ষ স্থানে ছিল।

বন্ধুরা, এবার শুনুন তার আরেকটি সুর। সুরটির নাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের খোবানি ফুল। এ সুরের মধ্যে শোনা যায় চীনের ঐতিহ্যগত বাদ্যযন্ত্র সিয়াও ও চাং এর আওয়াজ। সুরটি শুনতে শুনতে মনে হয় যেন, নাকের সামনে খোবানি ফুলের হালকা মিষ্টি সুগন্ধ ভেসে আসছে। খোবানি ফুলের সাদা পাপড়ি বাতাসের সাথে সাথে তুষারকণার মতো আস্তে আস্তে নিচে ঝরে পড়ছে।

সুরকার শি চি ইয়ো'র করা সুরে 'সমাধি পরিষ্কারকরণ উত্সবের চিত্র' নামে প্রকাশিত একটি ডিস্ক ২০০৬ সালে তৃতীয় আন্তর্জাতিক অডিও প্রদর্শনীর বিশেষ স্বর্ণ পুরস্কার পেয়েছে। ২০০৭ সালে তিনি চীনের সোনার ডিস্ক পুরস্কার পেয়েছেন। 'ফুলের দেবী' নামে তার অ্যালবাম বাজারে প্রবেশের পর তিনি খুব দ্রুত শ্রোতাদের সমাদর পেয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের শিল্পীরা এ অ্যালবামকে চীনের নতুন শতাব্দীর সংগীত মনে করেন।

বন্ধুরা, এবার শুনুন মার্চ মাসের ‌‌'পিচ ফুল' নামের একটি সুর। এ সুরের মধ্যে পানির শব্দ ও বাঁশির সুর দিয়ে সুন্দরভাবে বসন্তকালের দৃশ্য সৃষ্টি করা হয়েছে। চীনের বাদ্যযন্ত্র গুচাং, বাঁশি ও পিপা দিয়ে বাজানো ছন্দ শুনতে শুনতে চোখের সামনে পিচ ফুল ফোটার দৃশ্য আর কোনো এক সুন্দরী মেয়ের হাসিমাখা মুখটি ফুটে ওঠে।

বন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের সুরের ধারা আসর শুনছেন। আজকের এ অনুষ্ঠানে চীনের সুরকার শি চি ইয়ো'র ফুল সম্পর্কিত সুর শুনাচ্ছি আপনাদের। শি চি ইয়ো পরপর চীনের জাতিগত গীতিনাট্য 'গুলানডানম'  এবং 'ওয়েনছেং রাজকুমারী', 'শিকুয়াং নানের  সংগীতানুষ্ঠান', গু চিন ফানের সংগীতানুষ্ঠান' আর 'ছিয়াও ইয়ুর সংগীতানুষ্ঠান' পরিচালনা করেছেন। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের সংগীতের সুরও করেছেন।

বন্ধুরা, এবার শুনুন শি চি ইয়ো'র 'এপ্রিল মাসের পিয়নী ফুল' নামের সুর। সুরটিতে সিয়াও দিয়ে পিয়নী ফুলের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। এই সুর শুনে আপনার মনে হবে পিয়নী ফুলের সুগন্ধ আকাশ থেকে ভেসে আসছে। আমাদের মন মুগ্ধ হয়ে যাচ্ছে সেই সুগন্ধের আবেশে।

পিয়নী ফুল

শি চি ইয়ো'র তৈরি করা সুরগুলো চীনের নতুন শতাব্দীর নতুন সুর নামে শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিনি সুরের মধ্যে ফুল সম্পর্কিত নানা রূপকথাও বলেছেন। চীনের চান্দ্র পঞ্জিকায় বারো মাসের নামকরণ করা হয়েছে একটি করে ফুলের নামে। এ সব ফুলের এক একটি দেবীও রয়েছে। প্রতিটি দেবীর গল্প বললে অনেক সময় লেগে যাবে। সে গল্প তোলা থাকলো অন্য আর এক দিনের জন্য।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন মে মাসের ‌'ডালিম' নামের শ্রুতিমধুর সুরটি। সুরটিতে ফুটে উঠেছে এমন দৃশ্যকল্প যেন, কোনো এক জ্যোত্স্না রাতে পাখিরা গান গাইছে। ছোট নদীর পানি বয়ে যাচ্ছে। এ সময় চাঁদের আলো লাল রঙের ডালিমের ওপর এসে পড়েছে। ডালিম ফুল চাঁদের আলো পেয়ে আরো সুন্দর হয়ে উঠেছে।

বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের বিখ্যাত সুরকার শি চি ইয়ো'র রচিত ফুল সম্পর্কিত কয়েকটি মিষ্টি সুর শুনলেন। আশা করি, সুরগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের মত সুরের ধারা আসর শেষ করছি। সবাই ভালো থাকুন। কল্যাণে থাকুন। আবার কথা হবে। (ইয়ু / মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040