

1027jingji.mp3
|
সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি দ্রুত উন্নয়নের পথ ধরে এগিয়েছে, বিনিয়োগের পরিবেশও হয়েছে উন্নততর। অতীতে বৈদেশিক বাণিজ্যের ওপর যেসব চীনা কোম্পানি বেশি গুরুত্ব দিত, আজকাল সেসব কোম্পানিও দেশের অভ্যন্তরীণ বাজার উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি তারা নিজেদের গুণগত মান উন্নয়নের ওপরও আগের যেকোনো সময়ের তুলনায় অধিক নজর রাখছে। চীনের শহর চিনানের কোম্পানিগুলোও এর ব্যতিক্রম নয়। সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে আন্তর্জাতিক স্থলবন্দর নির্মাণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন শুনুন এ সম্পর্কিত বিস্তারিত একটি প্রতিবেদন।
চিনানের উচ্চ ও নতুন প্রযুক্তি অঞ্চল 'ছিলু সফটওয়্যার পার্ক' হচ্ছে চিনানের বড় বড় আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মিলনস্থান। এখানকার ৭০০টি শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে ২৫ শতাংশই আউটসোর্সিং করে থাকে। এ পার্কে স্থাপিত এন.ই.সি সফটওয়্যার (চিনান) লিমিটেড কোম্পানি হচ্ছে গোটা শাংতু প্রদেশের বৃহত্তম আউটসোর্সিং প্রতিষ্ঠান। এ কোম্পানির প্রধান ব্যবস্থাপক কিতা হাশিরিয়ো বলেন, "আমরা এখন ছোট প্রকল্প নিয়ে কাজ করার পাশাপাশি বড় বড় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এগুচ্ছি। আগে জাপানের সফটওয়্যার আউটসোর্সিংয়ের বেশির ভাগই ছিল প্রোগ্রামিং ও পরীক্ষাভিত্তিক। এখন আমরা নকশা করার দিকে মনোযোগ দিচ্ছি। এর মানে আমরা ধীরে ধীরে বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষতা অর্জন করছি।"
গত বছর এ কোম্পানি ৩ কোটি মার্কিন ডলার মূল্যের সফট্ওয়্যার উত্পাদন করেছে এবং বিশ্ব সফট্ওয়্যার খাতের সর্বোচ্চ মার্কিন স্বীকৃতি 'সিএমএমআই'-এর পঞ্চম শ্রেণীর মানদণ্ড অর্জন করেছে। কিতা হাশিরিয়ো বলেন, এ স্বীকৃতি প্রমাণ করে যে, উত্পাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ আর পরিচালন পদ্ধতির দিক দিয়ে কোম্পানিটি বিশ্বমানে পৌঁছেছে। তিনি জানান, এখন থেকে কোম্পানিট চীনের বিশাল বাজারের প্রতিও নজর দেবে।
তিনি বলেন, "২০১৪ সালে চীনের অভ্যন্তরীণ ব্যবসা সম্প্রসারণে আমরাও ভূমিকা রেখেছি এবং জাপানের সফটওয়্যার আউটেসোসিংয়ের অভিজ্ঞতা চীনে ব্যবহার করেছি।"
এন.ই.সি চিনান শাখা কোম্পানির অর্থ বিভাগের কর্মী মি: লিউ জানান, এ কোম্পানির দ্রুত বিকাশের সাথে দেশ ও উচ্চ ও নতুন প্রযুক্তি অঞ্চলের সুবিধাজনক নীতির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তিনি বলেন, "চীনের বাণিজ্য মন্ত্রণালয় ভর্তুকি দেয়। অর্থাত্ আপনি রপ্তানির পরিমাণের ভিত্তিতে ভর্তুকি পাবেন। এটা চীনের সরকারি পর্যায় থেকে দেওয়া ইনসেন্টিভ। এ ছাড়াও আছে আউটসোর্সিংয়ের জন্য শানতুং প্রদেশ এবং চিনান শহর কর্তৃপক্ষের ভর্তুকি। তা ছাড়া, চীন সরকার কর্মী নিয়োগ করার জন্যও কিছু ভর্তুকি দেয়। সফটওয়্যার পার্ক প্রতিষ্ঠার প্রথম দিকে বিনা খরচে অফিস বরাদ্দ দেওয়াসহ আরো কিছু সুবিধা ছিল।"

| ||||



