সেপ্টেম্বর ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার সেন্ট পিটারসবার্গে ব্রিকস নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠকে উপস্থিত হন। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকোব জুমার সঙ্গে ব্রিকসের সহযোগিতা আর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় এবং অবস্থান সমন্বয় করেন। এ সময় সি চিন পিং জোর দিয়ে বলেন, নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রিকসের উচিত গুরুত্বপূর্ণ বিষয়ে মতৈক্যে পৌঁছানো এবং সংহতি ও সহযোগিতা আরো জোরদার করা।
অন্যান্য নেতারা বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতি ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্মুখিন হচ্ছে। অর্থনৈতিক পুনরুত্থানের ভিত্তি এখনো দুর্বল। জি-২০ এর সদস্যসহ প্রধান অর্থনৈতিক গোষ্ঠীগুলোর উচিত সামষ্টিক অর্থনীতি সমন্বয়ের কাজ আরো জোরদার করে যৌথভাবে বিশ্ব অর্থনীতির গতিশীল, টেকসই ও ভারসাম্য প্রবৃদ্ধির অগ্রগতি বজায় রাখা। ব্রিকস উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার গতি আরো দ্রুততর করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ব্রিকসের জরুরি অবস্থা মোকাবিলায় অর্থ মজুত করা উচিত। নেতারা আবারও ঘোষণা করেন যে, বাণিজ্য সংরক্ষণবাদ বিরোধিতা করে, বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা দফা আলোচনার সক্রিয় অগ্রগতি অর্জনের জন্য প্রচেষ্টা চালাতে চায়। (ইয়ু/লিপন)
| ||||