চীন-মার্কিন দুই শীর্ষনেতার বৈঠক অনুষ্ঠিত
2013-06-09 18:57:17 cri
জুন ৯: মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্র ও শনিবার দু'দিন ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য এনেনবার্গ এষ্টেটে বারাক ওবামার সঙ্গে দু'বার বৈঠক করেছেন। তাছাড়া দু'ই প্রেসিডেন্ট এক সঙ্গে কিছুক্ষণ পায়চারিও করেন। দু'দিনে দু'ই প্রেসিডেন্ট পারষ্পরিক অভ্যন্তরীরণ পরিস্থিতি ও দেশ শাসনের অভিজ্ঞাতা, দু'দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করেছেন। তা ছাড়া দু'জনের মধ্যে রাজনৈতিক নিরাপত্তা, অর্থনীতি, ইন্টারনেটের নিরাপত্তা এবং জলবায়ুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, দুই প্রেসিডেন্ট দু'দেশের সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। এটাও বলা যায় যে, দুই প্রেসিডেন্টের মধ্যে কৌশলগত, গঠনমূলক ও ঐতিহাসিক বৈঠক চীন-মার্কিন সম্পর্কের উন্নয়ন এবং প্রশান্ত মহা সাগরীয় অঞ্চল তথা গোটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দু'দিন ব্যাপী বৈঠকে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে বড় দুই দেশের মধ্যে নতুন ধরনের সম্পর্ক গড়ে তোলার ব্যাপারও মতৈক্য হয়েছে। দু'পক্ষ মনে করে যে, পরষ্পরকে সম্মান দেখানো ও পারষ্পরিক সহযোগিতা দু'দেশ তথা সারা বিশ্বের জনগণের জন্য হিতকর। তাছাড়া, দু'পক্ষ একমত হয়েছে যে, আর্থ-বাণিজ্য, পুঁজিবিনিয়োগ, জ্বালানী, পরিবেশ, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। দু'পক্ষই জোর দিয়ে বলেছে, দু'দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন করা উচিত। তাছাড়া, বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং তাইওয়ান বিষয়ে চীনের মৌলিক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি আশা করেন, যুক্তরাষ্ট্র দু'দেশের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ ইস্তিহার মেনে চলে এক চীন নীতিতে অবিচল থাকবে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক