Web bengali.cri.cn   
চীনা প্রেসিডেন্টের মেক্সিকো সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সুনির্দিষ্ট করবে
  2013-05-24 18:20:52  cri
মে ২৪: মেক্সিকোর ইউএনএএম অর্থনীতি বিভাগের চীন-মেক্সিকো গবেষণা কেন্দ্রের পরিচালক এনরিক ডুসিল পিটার্স বলেছেন, জুন মাসের প্রথম দিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মেক্সিকো সফরের মধ্য দিয়ে দু'দেশের সহযোগিতামূলক বিষয় আরো সুনির্দিষ্ট হবে।

বৃহস্পতিবার চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকো-চীন আর্থ-বাণিজ্য সম্পর্কে দ্রুত উন্নতি হয়েছে। কিন্তু রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে আরো ব্যাপক সহযোগিতার অবকাশ ও সম্ভাবনা রয়েছে।

পিটার্স বলেন, প্রেসিডেন্ট সির এবারের সফর দু'দেশের সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে এবং পাশাপাশি চলতি বছরের এপ্রিল মাসে বোআও এশীয় ফোরাম চলাকালে পৌঁছানো মতৈক্য কার্যকর করতে সহায়ক হবে।

সি চিন পিংয়ের এবারের সফর দু'দেশের মধ্যে স্থায়ী কমিটি, বেশ কয়েকটি ক্ষেত্রে যৌথ কমিটিসহ উচ্চ পর্যায়ের আন্তঃসরকার সংলাপ ব্যবস্থায় আরো বড় ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

খোং চিয়া চিয়া/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক