Web bengali.cri.cn   
চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের
  2013-08-20 20:00:46  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চেন

আগস্ট ২০: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চেন মঙ্গলবার পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন।

সাক্ষাত্কালে সি চিন পিং বলেন, চীন সরকার জনগণের স্বাস্থ্য রক্ষার অধিকারকে খুব গুরুত্বের সঙ্গে দেখে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকাকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করে।

তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে চীন তার আরো বেশি ওষুধের বিদেশি বাজারে প্রবেশ চায়।

প্রেসিডেন্ট সি আরো বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে চীন আফ্রিকার দেশগুলোর রোগ নিবারণ ও স্বাস্থ্য ব্যবস্থা গঠনে সহযোগিতা করবে, যাতে সারা বিশ্বের স্বাস্থ্যরক্ষা কার্যক্রম বাস্তবায়নের সাথে সাথে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে আরো বেশি অবদান রাখা যায়।

(প্রকাশ/এসআর)

মন্তব্য
লিঙ্ক