পেইচিংয়ে সুরিনামের প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক অনুষ্ঠিত
2013-06-26 19:28:42 cri
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আর সুরিনামের প্রেসিডেন্ট দেসি বুটারসি
জুন ২৬: বুধবার পেইচিংয়ে সুরিনামের প্রেসিডেন্ট দেসি বুটারসির সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনে প্রেসিডেন্ট সি চিন পিং।
বৈঠকে সি চিন পিং বলেন, "চীন ও সুরিনামের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৭ বছরের মধ্যে দু'দেশের বিভিন্ন খাতের আদান-প্রদান ও সহযোগিতায় অনেক সাফল্য অর্জিত হয়েছে এবং দু'দেশ পারস্পরিক আস্থাবান বন্ধু ও কল্যাণকর অংশীদারে পরিণত হয়েছে।"
এসময় সুরিনামের প্রেসিডেন্ট 'শেনচৌ-১০' নভোযানের মিশন সফল হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানিয়ে বলেন, "সুরিনাম ও চীন সত্যিকারের ভালো বন্ধু। সুরিনাম দু'দেশের বন্ধুত্বপূর্ণ কল্যাণকর সহযোগিতাকে আরও সম্প্রসারণ করতে ইচ্ছুক।" উল্লেখ্য, সুরিনামের প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্ব শান্তি ফোরামে অংশ নেয়ার জন্য সম্প্রতি চীনে আসেন। (সুবর্ণা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
| ||||
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক