Web bengali.cri.cn   
ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ; ব্রিকসভুক্ত দেশগুলোর সহযোগিতা নিয়ে আলোচনা
  2013-06-25 18:32:24  cri

জুন ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ফোনে আলাপ হয়েছে। এসময় দুই প্রেসিডেন্ট চীন-ব্রাজিল সম্পর্ক, আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি এবং ব্রিকসভু্ক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

এসময় চীনের প্রেসিডেন্ট বর্তমান আন্তর্জাতিক অর্থবাজারের নানান জটিলতার কথা তুলে ধরে বলেন, "চীন ও ব্রাজিলসহ ব্রিকসভুক্ত দেশগুলোর উচিত ঘনিষ্ঠভাবে বাজারসম্পর্কিত পরিস্থিতির ওপর নজর রাখা, আর্থিক ও পুঁজি ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করা এবং জি-২০ গ্রুপের শীর্ষ সম্মেলনের সংশ্লিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।"

ব্রাজিলের প্রেসিডেন্ট রৌসেফ সি চিন পিংয়ের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, "চীনের সাথে ব্রিকসভুক্ত দেশগুলো অর্থনৈতিক ক্ষেত্রে বিনিময় ঘনিষ্ঠ করতে ইচ্ছুক।" (জিনিয়া ওয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক