জুন ২১: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং বৃহস্পতিবার বলেন, কমিউনিস্ট যুবলিগকে নিবিড়ভাবে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুগ আর যুবকদের অগ্রভাগে চলতে হবে, নিবিড়ভাবে পার্টি ও দেশের কাজকর্মের গোটা পরিস্থিতিকেন্দ্রিক কাজের ওপর গুরুত্ব দিতে হবে, যথাযথভাবে বহু সংখ্যক যুবকের ভূমিকা পালন করতে হবে এবং বহু সংখ্যক যুবককে নিয়ে চীনা জাতির মহান উত্থান বাস্তবায়নের পথে নতুন গৌরব সৃষ্টি করতে হবে।
চোংনানহাইতে কমিউনিস্ট যুবলিগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতাদের সঙ্গে আলাপ করার সময় এসব কথা বলেন তিনি।
সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমানে গোটা পার্টি ও দেশের বিভিন্ন জাতির জনগণ পার্টির ১৮তম কংগ্রেসে উত্থাপিত সংগ্রামের লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করছে এবং চীনা জাতির মহান উত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এটা হচ্ছে পার্টি ও দেশের কাজকর্মের গুরুত্বপূর্ণ দিক এবং চীনা যুব-আন্দোলনের যুগের প্রতিপাদ্য। চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের নির্মাতা ও উত্তরসূরি লালনপালনকে কমিউনিস্ট যুবলিগের মৌলিক কর্তব্য গণ্য করা উচিত। (ইয়ু/এসআর)
| ||||