Web bengali.cri.cn   
আফ্রিকার স্বকীয় ধারার উন্নয়নকে সম্মান করতে সবার প্রতি আহ্বান জানাবেন: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
  2013-06-14 19:42:36  cri
জুন ১৪: শুক্রবার পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালেন সাক্ষাত্ করেছেন। এ সময় সি চিন পিং বলেন, আফ্রিকার স্বকীয় ধারার উন্নয়নকে সম্মান করার জন্য চীন সকলের প্রতি আহ্বান জানাবে এবং বস্তুগতভাবে আফ্রিকাকে সহায়তার প্রতিশ্রুতি আদায়ে ভূমিকা রাখবে, যাতে আফ্রিকায় আরও বেশি উন্নয়ন সহায়তা দেয়া যায়।

আফ্রিকার একীকরণ সংস্থা প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে সি চিন পিং অভিনন্দন জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফ্রিকা দেশগুলোর স্বতন্ত্র উন্নয়নের ধারাকে সম্মান করা এবং আফ্রিকার সঙ্গে সমান ও পারস্পরিক কল্যাণকর, সহযোগিতা ও অভিন্ন স্বার্থ অর্জনে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে তোলা।

প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম বলেন, ইথিওপিয়া দেশের আধুনিকায়নে অবিচল থেকে চীনের সফল অভিজ্ঞতা শেখার মাধ্যমে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। ইথিওপিয়া চীন-আফ্রিকা সম্পর্কের উন্নয়নে আরও বেশি কার্যকর অবদান রাখবে। (সুবর্ণা/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক