

সিন চিন পিং বলেন, জাতিসংঘ বিভিন্ন দেশের জনগণের প্রত্যাশা পূরণসহ বিভিন্ন দায়িত্ব পালন করে। বর্তমান বিশ্ব দ্রুত ও গভীর পরিবর্তনের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে। এসময়ে বিশ্বব্যাপী নানা সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জাতিসংঘের সকল সদস্য দেশের উচিত যথাসাধ্য উপায় সমন্বিত ও যৌথ উদ্দ্যোগ গ্রহণ করা।
তিনি আরও বলেন, চীন জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ। এটা চীনের অধিকার পাশাপাশি এটা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। চীন দ্ব্যর্থহীন ভাবে বিশ্বশান্তির লক্ষ্যে আন্তর্জাতিক সংঘাত মোকাবিলা করে যাবে এবং জাতিসংঘের সহস্রাধিক উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সমর্থন দিয়ে যাবে।
চীন তার মহাস্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে বলে বৈঠকে বান কি মুন কামনা করেন। জাতিসংঘের শান্তি রক্ষা অভিযান, সহস্রাধিক উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন এবং বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নে চীন যে সমর্থন দিয়ে আসছে, জাতিসংঘ তার ভূয়সী প্রশংসা করে।
এছাড়া, দু'নেতা সিরিয়া ও কোরীয় উপদ্বীপের সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। (ওয়াং তান হোং/লিপন)




