Web bengali.cri.cn   
চীনের কমিউনিস্ট পার্টির গণনীতির শিক্ষা ও এর বাস্তব অনুশীলন জোরদার করা উচিত: সি চিনফিং
  2013-06-18 19:20:09  cri
জুন ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, "চীনের কমিউনিস্ট পার্টির গণনীতির শিক্ষা ও এর বাস্তব অনুশীলন আরো জোরদার করা উচিত এবং সকল সদস্যের উচিত এ-প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।" মঙ্গলবারে পেইচিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির গণনীতির শিক্ষা ও বাস্তব অনুশীলন কর্মসম্মেলনে তিনি এ-কথা বলেন।

প্রেসিডেন্ট বলেন, "চীনা স্বপ্ন বাস্তবায়ন করা জনসাধারণের স্বার্থের সাথে সংগতিপূর্ণ। এবারের শিক্ষা ও বাস্তব অনুশীলনের মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির সকল সদস্য আন্তরিকভাবে জনগণের সেবা করার মূলনীতি মেনে চলতে আরো উদ্বুদ্ধ হবে বলে আশা করি।"

সি চিনফিং আরো বলেন, "বিভিন্ন পর্যায়ের নেতাদের উচিত এবারের শিক্ষা ও অনুশীলনের প্রক্রিয়ায় অংশ নেয়া।" (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক