Web bengali.cri.cn   
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে শক্তি কেন্দ্রীভূত করতে হবে: সি চিন পিং
  2013-07-18 20:12:36  cri

জুলাই ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার চীনের বিজ্ঞান একাডেমি পরিদর্শন করেছেন।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি হলে জাতির উন্নতি হবে; বিজ্ঞান ও প্রযুক্তি শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে।

তিনি বলেন, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি ব্রত উন্নয়নের অভিজ্ঞতার সাথে বাস্তব অনুশীলন মিলিয়ে সক্রিয়ভাবে আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের ওপর সৃষ্ট নতুন চাহিদা মেটাতে হবে।

সি চিন পিং চীনের বিজ্ঞান একাডেমি বিশ্ববিদ্যালয়ে এ সংস্থার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা এবং প্রযুক্তিবিদদের সঙ্গে আলোচনা করেন এবং ভাষণ দেন।

তিনি জোর দিয়ে বলেন, "আমরা বিশ্বের উন্নত বৈজ্ঞানিক ফল আমদানি করবো ও শিখবো। পূর্বপুরুষরা যে পথে যান নি, আমরা সে পথে যাবো। বিজ্ঞান ও প্রযুক্তি মহলের মধ্যে উদ্ভাবনের প্রবল আত্মবিশ্বাস স্থাপন করতে হবে, বিদ্যমান তত্ত্বের ওপর সন্দেহ পোষণ করার সাহস থাকতে হবে, নতুন দিক অন্বেষণ করতে হবে, কঠিন বিষয় অতিক্রম করার মধ্য দিয়ে শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জন করতে হবে।" (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক