Web bengali.cri.cn   
শরীফের সঙ্গে সি চিনপিং-এর সাক্ষাত
  2013-07-05 20:02:12  cri

জুলাই ৫: পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ বৃহস্পতিবার তিও ইয়ুথাই রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে সাক্ষাত করেছেন।

এ সময় সি চিন পিং বলেন, চীন ও পাকিস্তান হচ্ছে প্রতিবেশী, বন্ধু, অংশীদার ও ভাই-ভাই। দু'দেশের মৈত্রীর সম্পর্ক অত্যন্ত গভীর এবং তা দৃঢ়ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। দু'দেশের মধ্যে সার্বিক কৌশলগত সহযোগিতার সম্পর্ক রয়েছে। এটা দু'দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সম্পদ ও ভবিষ্যতে দু'দেশের সম্পর্ক উন্নয়নের দৃঢ় ভিত্তি। তিনি আশা করেন, দু'পক্ষ সার্বিক পরিকল্পনা জোরাদার করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও ইন্টারকানেকশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক প্রকল্প এগিয়ে নিয়ে যাবে এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন বাস্তবায়ন করবে।

জবাবে প্রেসিডেন্ট শরীফ বলেছেন, পাকিস্তানি জনগণ দু'দেশের ভ্রাতৃপ্রতিম মৈত্রীকে গুরুত্বের সাথে মূল্যায়ন করে। পাকিস্তান দীর্ঘকাল ধরে অব্যহত সমর্থন ও সাহায্য দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে চীনে আসার লক্ষ্য হচ্ছে দু'দেশের সুপ্রতিবেশীসূলভ বন্ধুপ্রতীম সম্পর্ক সুসংহত আর উন্নত করা। বর্তমানে পাকিস্তান অর্থনীতি উন্নয়ন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আন্তরিক ও সচেষ্ট রয়েছে। তিনি আশা করেন, চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো জোরাদর করা হবে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক