Web bengali.cri.cn   
চীন-রাশিয়া সম্পর্ক উন্নয়নে দু'দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলো আরো গঠনমূলক ভূমিকা রাখবে----'দুমা'-র চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে সি চিন পিংয়ের আশাবাদ
  2013-05-27 19:01:06  cri
মে ২৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, "চীন ও রাশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নে দু'দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলো আরো গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।" তিনি সোমবার পেইচিংয়ে রাশিয়ার রাষ্ট্রীয় 'দুমা'-র সফররত চেয়ারম্যান সার্গেই নারিশকিনের সঙ্গে সাক্ষাতকালে এ-কথা বলেন।

দু'দেশের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলেও চীনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় নতুন সাফল্য অর্জিত হলে দু'দেশ ও দু'দেশের জনগণের জন্য তা কল্যাণকর হবে।

এসময় 'দুমা'-র চেয়ারম্যান জানান, বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে বাস্তব সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার প্রস্তুতি রাশিয়ার আছে। (চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক