Web bengali.cri.cn   
সিঙ্গাপুরের আদালতের নির্দেশেই কোকোর পাচার করা অর্থ বাংলাদেশে ফেরত আসছে: বিএনপির বক্তব্যের জবাবে পরিবেশমন্ত্রী
  2013-08-29 10:59:56  cri

আগস্ট ২৯: বাংলাদেশ সরকারের পরিবেশমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সিঙ্গাপুরের আদালতের নির্দেশেই কোকোর পাচার করা অর্থ বাংলাদেশে ফেরত আসছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 'পাচারকৃত অর্থ' সিঙ্গাপুর থেকে এনে প্রতীকী চেকের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছে হস্তান্তরের ঘটনাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব 'সাজানো নাটক' বলে আখ্যায়িত করার পরিপ্রেক্ষিতে বুধবার চট্টগ্রামে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এ-কথা বলেন। খবর, বাংলাদেশের তথ্যমাধ্যমের।

এসময় মন্ত্রী জানান, কোকোর পাচার করা অর্থ তিন দফায় সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। গত ১৮ আগস্ট সিঙ্গাপুর ওভারসিস ব্যাংক থেকে এসেছে ৭ কোটি টাকা। এর আগে গত বছরের নভেম্বরে প্রথম দফায় ১৩ কোটি এবং চলতি বছরের জানুয়ারিতে ১৫ লাখ টাকা ফেরত আসে বলেও তিনি জানান।

গত মঙ্গলবার রাজধানী ঢাকায় দুদক আয়োজিত 'পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারবিষয়ক' প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী দিনে, দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের কাছে সিঙ্গাপুর থেকে ফেরত আনা 'কোকোর পাচারকৃত অর্থের' একটি প্রতীকী চেক হস্তান্তর করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন যে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবী থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই চেক হস্তান্তরের 'নাটক' সাজানো হয়েছে। এর মাধ্যমে কোকো ও বিএনপিকে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলেও তিনি দাবী করেন। উল্লেখ্য, অর্থ পাচারের মামলায় কারাদণ্ডে দণ্ডিত কোকো বিগত পাঁচ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই মামলাটির রায় ঘোষণা করা হয়। বিএনপির দাবি, মামলাটি ছিল 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'। (আলিম)

মন্তব্য
লিঙ্ক