Web bengali.cri.cn   
মেনি মাছের নতুন প্রজাতি আবিষ্কার করলেন বাংলাদেশি জীববিজ্ঞানী
  2013-08-28 10:44:05  cri

আগস্ট ২৮: বাংলাদেশে মিঠা পানির মেনি মাছের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের জীববিজ্ঞানী ড. মো. শাহাদাত হোসেন। ১৮২২ সালে ফ্রান্সিস হেমিলটন ভারতবর্ষে 'নান্দুস' পরিবারভুক্ত এ মাছের প্রথম প্রজাতিটি আবিষ্কার করেছিলেন। পরে বিভিন্ন সময়ে আরো পাঁচটি প্রজাতি আবিষ্কৃত হয়। আর ড. শাহাদাত আবিষ্কার করলেন মাছটির সপ্তম প্রজাতি 'নান্দুস মেনি'। খবরটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী 'জুয়োলোজি অ্যান্ড ইকোলোজি'-র জুলাই সংখ্যায় প্রকাশিত হয়। 'নিউ স্পিশিজ অব লিফ ফিশ নান্দুস মেনি ফ্রম নোয়াখালী, বাংলাদেশ' শিরোনামের প্রতিবেদনটিতে নতুন প্রজাতিটি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

আবিষ্কার প্রসঙ্গে ড. শাহাদাত হোসেন বিডিনিউজকে জানান, বিভাগের গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর, যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির মিউজিয়াম অব জুয়োলোজি, শিকাগোর ফিল্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি, র‍্যাফেলস মিউজিয়াম অব বায়োডাইভার্সিটি রিসার্চ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অবসিঙ্গাপুরে রক্ষিত মেনি মাছের অন্যান্য প্রজাতির সাথে তুলনামূলক বিশ্লেষণ করে নতুন প্রজাতিটি আবিষ্কার করা হয়েছে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ১২৬টি মাছের প্রজাতি নিয়ে গবেষণার পর 'নান্দুস মেনি' আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলেও তিনি জানান। (আলিম)

মন্তব্য
লিঙ্ক