

আগস্ট ২৮: চার মাস বন্ধ থাকার পর, আবারো বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে। মঙ্গলবার দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৯০ জন বাংলাদেশি শ্রমিক। আরো ৮৩ জনের আজ বুধবার যাওয়ার কথা।
মালয়েশিয়াগামী শ্রমিকদের বিদায় দেওয়ার আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, এখন থেকে নিয়মিতভাবেই দেশটিতে বাংলাদেশি শ্রমিক যাবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সরকারিভাবে শ্রমশক্তি রপ্তানির প্রক্রিয়া চলছে। মালয়েশিয়ার একটি প্রদেশ থেকে ৫০ হাজার বাংলাদেশি শ্রমিকের চাহিদাপত্র এসেছে বলেও তিনি জানান। দু'এক মাসের মধ্যে সেখানে শ্রমিক পাঠানো শুরু হবে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ৭০ জন কর্মী পাঠানোর মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হয়। তবে, ১৯৮ জন কর্মী যাওয়ার পর, প্রক্রিয়াটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। (আলিম)

| ||||



