
বিদেশি বিনিয়োগ বেড়েছে কমেছে বাণিজ্য ঘাটতি

2013-08-27 16:26:20 cri
আগের অর্থবছরের তুলনায় ৯ শতাংশ বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে গত ২০১২-১৩ অর্থবছর শেষ হয়েছে। আর পণ্য বাণিজ্যে ঘাটতি কমেছে ১০ দশমিক ৭৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায় যে গত অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ডলার। আগের অর্থাৎ ২০১১-১২ অর্থবছরে ১১৯ কোটি ১০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল।
অর্থনীতির শ্লথগতির এই সময়ে বিদেশি বিনিয়োগের প্রবাহ কিছুটা ঊর্ধ্বমুখী থাকা ইতিবাচক বলে মনে করা হচ্ছে।
একই সময়ে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ (পোর্টফোলিও বিনিয়োগ) এসেছে ২৮ কোটি ৭০ লাখ ডলারের। আর আগের অর্থবছরে বিনিয়োগ এসেছিল ২৪ কোটি ডলারের। সে হিসেবে পোর্টফোলিও বিনিয়োগও কিছুটা বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৭০১ কোটি ডলার। আর ২০১১-১২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৯৩২ কোটি ডলার। (প্রথম আলো থেকেই)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
