Web bengali.cri.cn   
উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে সুষ্ঠু জাতীয় নির্বাচন চায়
  2013-08-27 19:02:33  cri

সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিক ও দাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দীন আহমেদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ ১২টি দেশের কূটনীতিক এবং জাতিসংঘ, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তার স্বার্থে ভিডিও ক্যামেরা, স্বচ্ছ ব্যালট বাক্সসহ দাতাদের কাছে বেশ কিছু কারিগরি সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সিইসি জানান, আগামী জাতীয় নির্বাচন সফল করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উন্নয়ন সহযোগীরা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক