
বাংলাদেশের স্থলবাহিনীর স্টাফ প্রধান ইকবাল করিম ভূঁইয়া আর চীনের প্রতিরক্ষা মন্ত্রি ছাং ওয়ান ছুয়ান
আগস্ট ২৭: মঙ্গলবার সকালে পেইচিংয়ে সফররত বাংলাদেশের স্থলবাহিনীর স্টাফ প্রধান ইকবাল করিম ভূঁইয়া চীনের প্রতিরক্ষা মন্ত্রি ছাং ওয়ান ছুয়ানের সঙ্গে সাক্ষাত্ করেন।
এ সময়ে ছান ওয়ান ছুয়ান বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী। দু'দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। চীন দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং বাংলাদেশকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে মনে করে। চীনের সেনাবাহিনী বাংলাদেশের বাহিনীর সঙ্গে বিভিন্ন পর্যায়ের বিনিময় ও সহযোগিতা জোরদার করা, দু'দেশের যৌথ উন্নয়ন গতিশীল করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য অবদান রাখতে আগ্রহী।
জবাবে করিম বলেন, স্থলবাহিনীর স্টাফ প্রধান হওয়ার পর এটা তাঁর প্রথম চীন সফর। এ সফর নিশ্চয়ই দু'দেশের বাহিনীর সম্পর্কের উন্নয়নের জন্য সহায়ক হবে। চীন বহু বছর ধরে বাংলাদেশকে বড় ধরনের সাহায্য ও সমর্থন দিয়ে আসছে, বাংলাদেশ এ জন্য কৃতজ্ঞতা জানায়। (শুয়েই/লিপন)
| ||||








