Web bengali.cri.cn   
সাত হাজার বাংলাদেশিকে চিকিত্সা-সেবা দিয়েছে চীনের 'শান্তির তরী'
  2013-08-26 10:29:28  cri

কমান্ডার শেন হাও বাংলাদেশের সামরিক কর্মকর্তার সঙ্গে বিদায় নিচ্ছেন

আগস্ট ২৬: বাংলাদেশে ছয়দিনের সফরে চীনের ভাসমান হাসপাতাল 'শান্তির তরী' চট্টগ্রামে মোট ৭০৪৮ জন বাংলাদেশি রোগীকে চিকিত্সা-সেবা দিয়েছে। এসময় ৮৪ জন রোগীর শরীরে অস্ত্রোপচার করা হয়। 'শান্তির তরী' প্রতিদিন যে-পরিমাণ চিকিত্সা-সেবা দিয়েছে, তা ছিল চট্টগ্রামের ৬০টি স্থানীয় হাসপাতালের মোট চিকিত্সাসেবার চার ভাগের এক ভাগ।

এদিকে, বাংলাদেশে ছয় দিনের সফর শেষ করে চীনের নৌবাহিনীর ভাসমান হাসপাতাল 'শান্তির তরী' রোববার বিকেলে মিয়ানমারের থিলাওয়ার বন্দরের উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশের তথ্যমাধ্যমে 'শান্তির তরী'-কে চীনের নৌবাহিনীর 'শান্তির দূত' হিসেবে প্রশংসা করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে 'শান্তির তরী' এর সম্প্রীতিমূলক মিশন-২০১৩-এর পঞ্চম ধাপ সম্পন্ন করে।(ইয়ু/আলিম)

চীনা চিকিত্সক বাংলাদেশী রোগীকে চিকিত্সা সেবা দিচ্ছেন

মন্তব্য
লিঙ্ক