প্রথম আলো
চীনের দ্বাদশ গণকংগ্রেসের প্রথম অধিবেশনে নবনির্বাচিত প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণের খবর ফলাও প্রচার পেয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। দেশের সব টেলিভিশন, বেতার ও সংবাদপত্রে এ নিয়ে সচিত্র সংবাদ ও নিবন্ধ প্রকাশ ও প্রচারিত হয়েছে।
দেশের প্রধান প্রধান দৈনিকগুলোতে সচিত্র প্রকাশিত হয়েছে এ খবর। দেশের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র প্রথম আলোর সচিত্র সংবাদের শিরোনাম ছিল, চীনের নতুন নেতৃত্বের ঘোষণা: নবজাগরণের ডাক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার। চায়না লিডারস কল ফর গ্রেট রেনেসাসে- ছিল দেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের সচিত্র সংবাদের শিরোনাম।

ডেরি স্টার
এছাড়াও ইত্তেফাক, সমকাল, যুগান্তর, ইংরেজি দৈনিক নিউএজ, ইন্ডিপেন্ডেন্টসহ প্রায় সবকটি প্রধান সংবাদপত্রে এসেছে খবরটি। ইত্তেফাকের সচিত্র শিরোনাম: স্বপ্নের চীন দেখতে চান সি চিন পিং। সমকালের শিরোনাম: জাগরণের ডাক দিলেন প্রেসিডেন্ট সি চিন পিং।
---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
| ||||








